অ্যান ইকলসের র্যাঞ্জ জবরদখল করার পায়তারা করছে এলাকার দুই প্রভাবশালী র্যাঞ্চার । সাহায্য করবে বলে সিদ্ধান্ত নিল স্টিফেন কেড। ওকে জানতে হবে এত জায়গা থাকতে কেন এই র্যাঞ্চের উপর নজর ওদের। রহস্য উদঘাটন করতে গিয়েই মস্ত বিপদে পড়ে গেল স্টিফেন - খুনের মামলায় ফাঁসিয়ে দেয়া হলো ওকে।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।