জ্যাক ফিনের 'অফ মিসিং পারসনস'-এর ছায়া অবলম্বনে লেখা হয়েছে 'অন্য কোনখানে'। ম্যান রুবিনের 'এ নাইস টাচ' অবলম্বনে লেখা 'পরকীয়া'। লয়েড বিগল জুনিয়ারের 'এ স্লাইট কেস অফ লিম্বো'-র অনুপ্রেরণায় লেখা হয়েছে 'ক্যান্সার'। হেনরী কুটনারের 'পাইল অফ ট্রাবল'-এর ভাব অবলম্বনে সৃষ্টি হয়েছে 'ঝামেলা'-র। জি কে চেস্টারটনের 'দা ব্লু ক্রস'-এর কাঠামো নিয়ে লেখা হয়েছে উপন্যাসিকে 'ওস্তাদ'।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
পড়লাম। অভিভূত হলাম, মুগ্ধ হলাম! অ্যাডাপ্টেশন, অনুবাদ, কিংবা রূপান্তর-- যা-ই বলি না কেন-- এসবের যে স্ট্যান্ডার্ড কাজী আনোয়ার হোসেন দাঁড় করিয়ে দিয়েছেন সেই সত্তরের দশকে, সেই স্ট্যান্ডার্ড বোধহয় আজও পর্যন্ত কেউ উৎরে যেতে পারেনি। মূল গল্পগুলো পড়া থাকলেই কেবল টের পাবেন কী ভীষণ দক্ষতায় এ বইয়ের গল্পগুলো রূপান্তরিত হয়েছে। জি. কে. চেস্টারটনের ফাদার ব্রাউন সিরিজের গল্প 'দ্য ব্লু ক্রস'-- এটি পড়া ছিল আগে। এটিরই অ্যাডাপ্টেশন 'ওস্তাদ'। এটি পড়তে গিয়েই টের পেয়েছি কী দারুণ দক্ষতায় গল্পটি রূপান্তর করেছেন লেখক! মূল গল্পের সাথে তুলনা করে পড়তে পড়তে ক্ষণে ক্ষণে বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি, এবং অবশেষে কাজী আনোয়ার হোসেনের লেখনীর 'ওস্তাদি'র প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছি। মূল গল্প পড়ার অভিজ্ঞতা নিয়েই বলছি, রূপান্তরিত গল্পটি সম্ভবত মূল গল্পকেও ছাড়িয়ে গেছে।
বইয়ের প্রতিটি গল্প দারুণ, অসাধারণ। এ বই পড়ে কেউ বলতে পারবে না তার সময় নষ্ট হয়েছে।
সত্তুরের দশকের সেবা/ প্রজাপতি প্রকাশনীর অন্যতম জনপ্রিয় বই পঞ্চ রোমাঞ্চ। পরবর্তীতে এ বই আউট অফ প্রিন্ট হয়ে যাওয়ায় এ বছরে এক মলাটে আরো দুই বই এর সাথে এটি বের হয়েছে। এ সংকলনে বিদেশী গল্পের ছায়া অবলম্বনে ছোট - বড় মোট ৫ টি গল্প রয়েছে। - অন্য কোনখানে - ভার্না নামের এক অদ্ভুত জগৎ নিয়ে কাহিনী। শেষটা হাহাকারময় সুন্দর। - পরকীয়া - পরকীয়া বিষয়ক এ গল্পের স্টোরি প্রেডিক্টেবল লাগলো ,তেমন ভালো লাগেনি। - ক্যান্সার - মৃত্যু পথযাত্রী এক ব্যক্তির হঠাৎ বেঁচে যাওয়া নিয়ে কাহিনী। শেষটা ভালো হয়েছে। - ঝামেলা - শীর্ষেন্দু মুখোপ্যাধ্যায় এর অদ্ভুতুড়ে সিরিজের মতো এক ডার্ক কমেডি। মানুষেরই এক উন্নত জাত হঠাৎ ধরা পড়ে যায় এবং তা নিয়েই কাহিনী। বেশ মজা পেয়েছি পড়ে। - ওস্তাদ - দারুন এক ডিটেকটিভ ফিকশন। যেমন গোয়েন্দা ,তেমন দারুন অপরাধী। তাদের ভিতরের ইঁদুর - বিড়াল খেলা পড়ে বেশ মজা পেয়েছি। শেষটা চমকপ্রদ। - যে সময়ে এই গল্প গুলো বের হয়েছে সে হিসেবে করলে গল্পের মান দেখে অবাক হয়েছি। সবগুলো গল্প বিদেশী গল্পের ছায়া অবলম্বনে হলেও একবারও মনে হয়নি এগুলো কোন ধরণের এডাপটেশন। এক কথায় , এ সংকলন আমার পড়া সেবার অন্যতম সেরা থ্রিলার সংকলন।
মোটামুটি হতাশ। কোনভাবেই এটা গ্রাফিক নভেল হয়ে ওঠেনি, বরং কাজীদা'র বইটার ইলাস্ট্রেটেড এডিশন হয়েছে। মূল বইয়ের প্রায় আগাগোড়া বর্ণনা দেয়া; এত বর্ণনা থাকলে তো আর ছবি দেখা লাগে না। গ্রাফিক নভেল মানে মূল গল্পের সাথে ছবি আঁকা না, বরং গল্প উপন্যাস থেকে সিনেমা বানাতে হলে যেমন স্ক্রিপ্ট লিখতে হয় সেরকম কিছুই করার কথা। আঁকার মান চমৎকার।