'পাগল সংঘ'র মোটুরামকে মনে আছে? অনেকেই জানে ওই চরিত্রে অভিনয় করেছিল কিশোর। আবার অনেকে জানেও না। জানলে খেপাবে, সে-জন্য গোপন রাখার চেষ্টা করে সে। ব্যাপারটা তার কাছে একটা আতঙ্ক। কিন্তু হঠাৎ আবার ফিরে এলো পাগল সংঘের এক পাগল। বহুদিন পর দেখা, নতুন করে পরিচয় হলো আবার। জানে গেল, একটা রক মিউজিক দলে ড্রামারের কাজ করে সে। কিন্তু দুর্ভাগ্য, কার যেন কুনজরে পড়ে গেছে। স্টেজের ভেতরে-বাইরে, বার বার তার ওপর আঘাত আসতে লাগল। মেরে ফেলতে চায় নাকি তাকে কেউ? পুরানো বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হলো, তদন্তে নামল তিন গোয়েন্দা। কিন্তু বাপরে-বাপ! এ কি...
রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।