বইটি উচু মানের কোন সাহিত্য নয়। আমার ভাললাগা কিংবা পছন্দের সাথে কোনভাবেই এটি যায় না। তারপরও আমি এই বইটিকে ৫/৫ দেব। কারন: কাসেম বিন আবু বাকার লেখক হিসেবে যেমনই হোন না কেন, তার লেখনীর উদ্দেশ্য ছিল মহৎ, তিনি সমাজে সুস্থ একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন এবং এই কাজে তিনি অত্যন্ত সফল। সত্যি বলতে কি, বাঘা বাঘা বামপন্থী সাহিত্যিকদের চেয়ে এরকম একজন আবু বাকার সমাজের জন্য অনেক বেশি প্রয়োজন। অতএব, লেখক আবু বাকারকে আমি অভিনন্দন জানাই। তিনি সফল, তার লেখনী সফল। তিনি আমার-আপনার পছন্দের সাহিত্যিক না হতে পারেন, কিন্তু তিনি গ্রাম-বাংলার সাধারন মানুষের অত্যন্ত প্রিয় একজন লেখক। তিনি প্রকৃত গণ-মানুষের লেখক, তিনি গ্রামীণ মুসলিম সমাজের অবিসংবাদিত জনপ্রিয়তম লেখক। অতএব, তাকে তার প্রাপ্ত সম্মান দিতে আমাদের কুণ্ঠিত হওয়া উচিৎ নয়।