বেশিরভাগ রূপকথার গল্পই তৈরী হয় লোকমুখে। তাই গল্পের মাঝে জটিলতা বা মারপ্যাচ নেই। তাই গল্পের অনবদ্যতা নির্ভর করে গল্পের প্লটের উপর। সেই হিসেবে ইতালির রূপকথা বইয়ের গল্পগুলো কিছুটা পিছিয়েই থাকবে।
প্রায় প্রতিটি দেশের রূপকথাতেই কিছু না কিছু মিল রয়েছে।বইটি পড়ার সময়ও 'ঠাকুরমার ঝুলি'র কিছু গল্পের সাথে মিল পেয়েছি।গল্পগুলোতে ফুটে উঠেছে অহংকার,মানুষের বিভিন্ন সু ও কুপ্রবৃত্তি,সাধারণ মানুষের বুদ্ধির কাছে শাসকের পরাজয় প্রভৃতি বিষয়!তবে গল্পগুলো আকারে বেশ ছোট এবং গল্পসংখ্যাও কম ছিল।