মাঝেমধ্যে কোনো বই ই পড়তে ভাল্লাগেনা। আবার পড়তে ইচ্ছেও করে।এই ধরনের মুহূর্তে রূপকথা বেশ ভালো লাগে!জানা গল্প,তবু আবার পড়তে ভালো লাগে।ঘুমানোর সময়ে পড়া শুরু করলে এক দুইটা গল্প পড়ার পর অদ্ভুতভাবে ঘুমও চলে আসে।তাই রূপকথা বড়বেলায় এসেও কখনোই খারাপ লাগেনা। সবসময়ই প্রিয়!❤️
"ইংল্যান্ডের রূপকথা" বইতে সংকলিত হয়েছে মোট পাঁচটি রূপকথার গল্প। প্রত্যেকটি গল্পই আমার কম-বেশি ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে—দৈত্য ও মলির গল্প,জাদু আর জাদু এবং মাছের মুখে আংটি এই তিনটি গল্প। বাকি দুইটি গল্প—পৃথিবীর শেষ ঝরনার খোঁজে আর জ্যাক ও শিমগাছ মোটামুটি লেগেছে।