পালাচ্ছে জেমস গ্রীন। শেষে টেক্সাস ত্রাস রবার'স রাইডারদের আস্তানায় আশ্রয় নিল। 'এস-ই' র্যাঞ্চের গরু ছিনতাই করে বিক্রির পরিকল্পনা ফেঁদেছে আউট-ল চীফ। তরুণ কাউবয় স্যান্ডিকে সঙ্গে নিয়ে 'এস-ই' র্যাঞ্চে যোগ দিল জেমস গ্রীন। অচিরেই বন্ধুত্ব হয়ে গেল রাইডারদের সঙ্গে। ও বুঝতে পারল, এদের অনিষ্ট করা সম্ভব হয় ওর পক্ষে। সুতরাং রবার'স রাইডারদের বিপক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল জেমস গ্রীন।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।