বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই মূল্যায়ন হয় তার বাজারদরের উপর। যা কিছু অর্থ-বিনিময়ে বিকোয় না তার সেখানে কোনো মুল্য নেই। তাই বেচা-কেনার এ বাজারে তারা সব কিছুকেই তুলেছে, সব কিছু…। রূপ-লাবণ্য, জীবন-যৌবন সবই সেখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায়।
সব কিছুকে অর্থ-মুল্যে মুল্যায়নের এ অশুভ স্বভাব তাদের কোন নরকে নিয়ে গেছে সে প্রশ্নের উত্তর এখানে সরাসরি নেই; আছে আমার মাকে কেন বিশ্বসুন্দরী করা হয় না, আছে নানা রকমের আত্মজিজ্ঞাসা, বইমেলা আছে, আছে ওজন বিড়ম্বনার কথা, অনির্দিষ্টকালের জন্য আত্মার উন্নয়নের কথা; ভালো শাশুড়িদের গল্প আছে; আছে আরও নানা কিছু।
জন্ম চট্টগ্রামে। শৈশব ঢাকায়, কৈশোর আবুধাবিতে। পরিণত বয়সে ভারতে এবং বিয়ের পর আবার চট্টগ্রামে ফিরে আসা। দীর্ঘদিন কানাডায় প্রবাসজীবন কাটিয়ে বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন।
আদর্শিক, উদারপন্থি এবং জ্ঞানানুসন্ধানী পরিবারে রেশমের গুটির মতো নিরাপদ ও পরিশীলিত পরিবেশে বেড়ে ওঠা।
জীবনের পরবর্তী অংশে বন্ধুবান্ধব, পেশা, বিয়ে ইত্যাদির কারণে ব্যাপক সামাজিক সংস্পর্শে আসা। মূলত মুখচোরা বইপোকা। নানা রঙের অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু তুলে ধরার প্রয়াস এবং সমাজের নানান দিক দিয়ে চিন্তাশীলতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই মাঝেমধ্যে টুকটাক লেখালিখি ।
ইংরেজিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে শিক্ষকতা করলেও বিশ্বসাহিত্য ও জ্ঞানের যকোনো অঙ্গনে বিচরণে আপত্তি নেই। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং-এ শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।
আবুধাবিস্থ ‘ইয়াং টাইমস’ ম্যাগাজিনে নিয়মিত লেখিকা হিসেবে লেখার হাতেখড়ি। মাঝে বহুদিন পড়াশোনায় মগ্ন থাকার পর ছাত্র-ছাত্রীদের চাপাচাপিতে আবার লেখালিখিতে ফিরে আসা।
#book_review! আমার পড়া সবচেয়ে প্রিয় বইগুলার মধ্যে একটা এই বইটা। ♥ ২০১৫ তে প্রথম পড়া, তারপর আবার পড়লাম ৪ দিন আগে, রিভিউ লিখবো বলে, ঢাকা-রাজশাহীর ট্রেন জার্নিতে।
প্রচলিত ধারার কোনো ইসলামি বই না, একজন বিশ্বাসী মানবীর নিজের জীবন থেকে লেখা, যা পড়া শেষেও পাঠকের মনে থেকে যাবে কিছু ভাবনার খোরাক, কিছু আত্ম-জিজ্ঞাসা!
একজন প্রাক্টিসিং মুসলিম নারী তার জীবনের ছোট ছোট অনেকগুলো ঘটনা লিখেছেন। বইমেলার গল্প আছে, আছে বিজ্ঞাপনের প্রতারণার গল্প, আছে ওজন বিড়ম্বনা, ভালো শাশুড়ির গল্প, 'আমি'ময়তার স্বার্থপরতা আর অনেক অনেক আত্মজিজ্ঞাসা!
ইবাদত মানে যে শুধু নামাজ-রোজা না, একজন মুসলমানের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজই যে তার ইবাদত হয়ে উঠতে পারে, লেখিকা তা দেখিয়েছেন; সেটা কিভাবে হয়, তা-ও দেখিয়েছেন নিজের জীবন থেকে উদাহরণ টেনে। আপাত মুসলিম নামধারী ব্যক্তিরা যে ইসলামের নামে কত ভুলভাল চর্চা চালিয়ে যায়, সেগুলো আসলেই শিউরে ওঠার মত!
বিধর্মীদের চেয়েও কিভাবে সালমান রুশদী আর তসলিমা নাসরিন এর মত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারীরা ইসলামকে বেশি অবমাননা করে, মুসলিমদের বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সুন্দর উদাহরণের মাধ্যমে তাও ফুটে উঠেছে।
বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই বাজার দরের ভিত্তিতে মূল্যায়ন যে আমাদের কোন নরকের দিকে নিয়ে যাচ্ছে, অথচ আমরা সেটা বুঝতেও পারছি না! বেচাকেনার এই বাজারে তারা তুলছে সব কিছু; রূপ-লাবণ্য, জীবন-যৌবন - সবই এখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায়। আর যা অর্থ-বিনিময়ে বিকোয় না তার কোনো মূল্যই নেই! বইটা পড়তে পড়তে এমন আরো অনেক বিষয়ের পোষাকী আর বাস্তব রূপের পার্থক্য চোখে পরবে।
আর লেখিকার বর্ণনার সাবলীলতা আর বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বইটাকে আরও সুখপাঠ্য করেছে!
নারীদের জন্য অবশ্য পাঠ্য। বিশেষ করে নারীদের জীবনের মূল্য বুঝতে বইটি বেশ সহায়ক। নারীদের পন্য হিসেবে ব্যবহার করা বর্তমান সময়কে চোখে আঙগুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লেখিকা খুবই সুনিপুন ভাবে।
বইটা অনেক রকমের বিষয় নিয়ে লেখা। মেয়েদের জন্য বেশ কার্যকরী এবং নানাবিধ দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে। আমারো বেশ ভালোই লেগেছে। তবে কিছু জায়গায় গিয়ে আগ্ৰহ হারিয়ে ফেলেছিলাম। অনেক দিন সময় লাগলো বইটা শেষ করতে।
A book that reflects a muslim woman's point of view! How a Muslim woman think about this society, what is in her mind, you will get to know. Besides it will give you some insights that wil blow your mind!!
ছোট্ট বই।লেখিকার ব্যক্তিগত কিছু চিন্তা।আহা কত সুন্দর উপস্থাপন করেছেন।লেখিকার লেখাগুলো পড়ে বুঝা যায় উনার চিন্তাধারা,ভাবনা,সবকিছু কত সুন্দর গুছানো মাশাআল্লাহ।❤️