Masum Billah185 reviews3 followersFollowFollowOctober 14, 2021বই নেমঃ- অন্ধচক্রলেখকঃ- বিশু চৌধুরীজনরাঃ- রোমাঞ্চপন্যাসপৃষ্ঠা সংখ্যাঃ- ২০৮ জাঞ্জিবার, আফ্রিকাপুরাই ফাঁদে আটকে গেছে রেজা। চুরি গেছে মানিব্যাগ, হাওয়া হয়ে গেছে টাকাপয়সা। পরিচয় হলো ফ্লিনের সাথে। পেশায় পোচার ফ্লিনের সাথে মিলে হাতি শিকারে গেল জার্মান রাইখ কাইজারের সংরক্ষিত বনভুমিতে। জার্মান কমিশনার ফ্লেচার তার দলবল নিয়ে ধাওয়া করছে। যাকে ধরতে পারছে তাকেই লটকে দিচ্ছে গাছের আগায়। গুলি খেলো ফ্লিন। জার্মান যুদ্ধজাহাজ ধাক্কা দিয়ে ডুবিয়ে দিলো ওদের ডাউ। ভেলায় করে ভেসে চলছে ওরা। সম্বল গুটিকতক নারকেল। পাহাড়সম উচু ডেউ নিয়ে ধেয়ে আসছে ভারত মহাসাগরীয় প্রচণ্ড ঘূর্নীঝড়। প্রথম মহাযুদ্ধের পূর্বক্ষনের অন্ধকার আফ্রিকায় অসাধারন একটা এ্যাডভেঞ্চার কাহিনী।রেটিং ৪/৫