নিক ম্যাসন যখন ফিরে এল ক্যাসলটানে, সবাই ভাবল সে আউট-ল, দেখা মাত্র ওকে জেলে ঢোকাবে কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। শেরিফ নাইবার, জেনারেল স্টোরের মালিক লেম হাসকিনস আর র্যাঞ্চার কোল্ট সাটন মিলে উপত্যকা দখলের ফন্দি করছে। ম্যাসন রুখে দাড়াল দুষ্টচক্রের বিরুদ্ধে।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।