কারণটা ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারব না। কিন্তু আমার মন বলছিল ভয়ঙ্কর এবং অশুভ কিছু একটা ঘটতে যাচ্ছে ওখানে। বুকে হাটার ভঙ্গিতে হাত দুটো বেরিয়ে এলো। এমন সময় কালো মেঘে ঢাকা পড়ল চাঁদ। অস্পষ্টভাবে দেখলাম বিশাল মাথা এবং চওড়া কাঁধ নিয়ে কি যেন একটা মানুষের আকৃতির মত উঠতে যাচ্ছে। মেঘ সরে গেলেই স্পষ্ট দেখা যাবে সব কিছু। কিন্তু কি ওটা?
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
১. খুদে ঘাতক (Small Assassin - Ray Bradbury) ২. ঘুণপোকা (Enoch - Robert Bloch) ৩. নরকে প্রত্যাবর্তন (The Film of Death - Robert Bloch) ৪. মৃত নগরী (The Children of Noah - Richard Matheson) ৫. ঘাসের আড়ালে কে (Back There in the Grass - Gouverneur Morris) ৬. নেকড়ের ডাক (The Spectral Pistol - Carl Jacobi) ৭. শেষ যাত্রা (The Last Drive - Carl Jacobi) ৮. নিশীথ তৃষ্ণা (Revelations in Black - Carl Jacobi) ৯. শয়তানের পিয়ানো (Satanic Piano - Carl Jacobi)