কল্পবিজ্ঞান এমন একটি জঁর যা (বা যার অভাব) নিয়ে বাংলায় আলোচনা বিস্তর হলেও লেখালেখি কম হয়| প্রকাশনা জগতের নানা ফেকড়ায় শুধু যে মৌলিক লেখা আমরা কম পড়তে পাই তাই নয়, বিদেশের স্মরণীয় লেখার সঙ্গেও আমাদের পরিচিত হওয়ার একমাত্র মাধ্যম হয়ে থাকে ইংরেজি বই| আলোচ্য বইটি সেই জন্যেই প্রশংসনীয় যেহেতু তা বিদেশি লেখা বাংলায় পড়ার ক্ষেত্রে অভাব কিছুটা মিটিয়েছে, পাঠকের মনে অপেক্ষাকৃত কম চর্চিত লেখক সম্বন্ধে কৌতূহল জাগিয়েছে, এবং বেশ কিছু ক্লাসিক বাংলা কল্পবিজ্ঞান গল্পকে একসঙ্গে দুই মলাটের মধ্যে পেশ করেছে|
বিদগ্ধ পাঠক নিশ্চই বিষয়সূচি থেকেই এটা বুঝে ফেলছেন যে কতটা যত্ন নিয়ে, ফ্যান্টাসি বাদ দিয়ে বিশুদ্ধ কল্পবিজ্ঞান-এর গল্পদের বাছাই করা হয়েছে এই সংকলনের জন্যে| তবে শুধু সম্পাদনা বা গল্পগুলোর গুণমাণের জন্য নয়, আমি আলোচ্য সংকলনটি এই জঁর-এর পাঠকের জন্যে অপরিহার্য বলব ভাবানুবাদের জন্যেও| গল্পের সরসতা অক্ষুণ্ন রেখে তাদের অনুবাদ করার দুরূহ কাজটি সম্পাদক (ও তাঁর সহধর্মিনী) যেভাবে করেছেন, তাঁর জন্যে তাঁদের সেলাম জানাই|
বইটি অনলাইন পাবেন কি না, তা বলতে পারছি না| তবে মেলায় দেব সাহিত্য কুটির-এর স্টলে পেয়ে যাবেন, এটা নিশ্চিত|
বইটা পড়ার অনুরোধ জানিয়ে ও আগাম শুভেচ্ছা দিয়ে আজ এখানেই ইতি টানি|