জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলনের জীবনের প্রথম এবং একমাত্র হরর উপন্যাস 'নিশিডাক' রয়েছে এই সংকলনে। শিহরিত হবেন উপন্যাসটি পড়ে। এছাড়াও রক্ততৃষ্ণা, মূর্তি, তিন নম্বর চোখ, রহস্য মানব, দেহান্তর, মরা মানুষের মুখের মত আরও এক ডজন শিউরে ওঠার মত গল্প আছে এতে!
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
বেশী না ছোট বড় মিলিয়ে ১৫টা মোট গল্প। আমার কেন জানি হররের সংকলন বেশী ভাল লাগে। গল্পগুলো অনেকটা রাতের আড্ডায় উঠে আসা ভুতুরে অভিজ্ঞতার মতন। সবই যে ভয়ের হবে এমন কোন মানে নেই। বরং এমনও হতে পারে যে ঘটনার কোন যুক্তি নেই বাঁ কোন ধরাবাধা নিয়মের বাহিরের কোন কিছু। সেই হিসেবে দেশী পরিবেশে সংঘটিত ঘটনা গুলো ভাল লাগে, কিন্তু এবারের গুলো মাক্সিমামই বিদেশী অনুবাদ অথবা রূপান্তর। সো অতটা আমেজ না পেলেও খুব বেশী খারাপ লাগেনি।
বহুদিন পর মনে হয় একটা ভালো হরর বই পড়লাম। যাকে বলে এক কথায় মনের মতো একটা হরর বই ছিলো এটা।
সর্বমোট ১৫ টা গল্প ছিলো বইটাতে। বলা বাহুল্য প্রায় প্রতিটি গল্পই ভালো লেগেছে।। চমক ছিলো প্রথম একটা গল্প তাও বাংলাদেশের জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন এর গল্প। ইমদাদুল হক মিলন স্যারের ভূত সমগ্র বইটি ইতোমধ্যে আমার পড়া হয়ে গেছে এবং ভূত বিষয়ক উনার লেখা গল্পসমূহ বরাবরই ভালো হয় যার মধ্যে এখানে উনার লেখা "নিশিডাক" গল্পটাও অন্যতম। এই বইয়ের আরো যে লেখকগণের গল্প ভালো লেগেছে তন্মধ্যে মোহসীন কবীরের "রক্ততৃষ্ণা", ইমরান খানের "পুনরুত্থান", এস এম সালাউদ্দীন এর "মূর্তি", এহসান চৌধুরীর "মরা মানুষের মুখ", অমিত কুমার চক্রবর্তীর "সে" এবং সর্বশেষ অনীশ দাস অপু এর "ডায়মণ্ড লেক" অসাধারণ ছিলো।।
যারা সত্যিকার অর্থেই হরর বই পড়তে ভালোবাসেন বা প্রিয় তাদের কাছে এই বইটি অবশ্য পাঠ্য। আমার তরফ থেকে রেটিং পুরোটাই রইল - ৫ এ ৫।।
- রাক্ষুসে গাছ (Meshes of Doom - Neville Kilvington) - চেরনোগ্রাৎসের নেকড়েরা (The Wolves of Cernogratz - Saki) - এক অভিনেতার মৃত্যু (The Living Dead - Robert Bloch)