আজ থেকে প্রায় সাড়ে চার দশক আগে প্রকাশিত এই শীর্ণকায় বইটিতে মোট ছ'টি লেখা আছে। তারা হল~ ১. সামন্ত বাড়ি; ২. ফাঁসির আসামি; ৩. নবগ্রহের জলসা; ৪. ভাসান মণ্ডল; ৫. শোধবোধ; ৬. আগন্তুক। এদের মধ্যে প্রথম গল্পটি হাস্য ও রোমাঞ্চের মিশ্রণে অত্যন্ত সুখপাঠ্য। শারদীয় কিশোর ভারতী-তে প্রকাশের সময় এর সঙ্গে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে দুর্দমনীয় অলংকরণগুলো ছিল, সেগুলো আর পাওয়া যায় না— এটাই বেশি দুঃখের। বাকি লেখাগুলো 'ঠিকাছে' স্তরের। লেখকের টপ ফর্মের লেখা পড়তে চাইলে তাঁর 'ভয় সমগ্র' এবং উপন্যাস 'রক্ত দেউল' পড়াই বিধেয়। এই বইটা একবার পড়ার জন্যই ভালো।
হরিনারায়ন চট্টোপাধ্যায়ের লেখা বই এই প্রথম পড়লাম বেশ ভাল লাগল বইটি। বইটিতে মোট ছয়খানা ছোট গল্প রয়েছে। তার মধ্যে তিনটি গল্প (1) সামন্ত বাড়ি, (2) নবগ্রহের জলসা, (3) শোধবোধ হল বেশ মজার হাসির গল্প। দুটি গল্প (4) ফাসির আসামী ও (5) আগন্তুক হল ভুতের গল্প আর রয়েছে একটি ডাকাত নিয়ে গল্প (6) ভাসান মন্ডল। প্রত্যেকটি গল্পই দারুন লেগেছে।