গোপা ব্যাঙ্কে চাকুরিরত। শেখরের সঙ্গে আলাপ। প্রথম স্ত্রী বিয়োগের পর সরকারি অফিসার শেখরের সঙ্গে গোপার সম্পর্ক এবং বিয়ে। শেখরের প্রথমপক্ষের মেয়ে দেবযানী মেনে নিতে পারে না গোপাকে । ...এদিকে গোপার সহকর্মীর বন্ধু অনল। অনল পড়ে গেল গোপার প্রেমে। পিকনিকে যাওয়া এবং অতঃপর...গোপা-অনল মেতে ওঠে এক অবৈধ আনন্দে । ... শেখরের কাছে ধরা পড়ে গেল এই খেলা। ... তারপর ? শেখরের আত্মহত্যা, মেয়ে দেবযানীর চাকরি নিয়ে দূরে চলে যাওয়া ... ডাক্তার রুদ্রর সঙ্গে তার আলাপ ... এরপর ? প্রেম কি কখনও বৈধ হয় ? প্রেম কি কখনও শরীরহীন হয় ? প্রেম ছাড়া কি জেগে ওঠে শরীর ? অজস্র তীব্র-তীক্ষ্ম প্রশ্নের মুখোমুখি পাঠক। নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গতিময় কলমে আদ্যন্ত প্রেমের উপন্যাস প্রেমিক কয়েকজন ।