বইটা আরও যত্ন নিয়ে, আরও বড় ক্যানভাসে করা যেত। বেশিরভাগ জায়গা জুড়েই সাকিবকে নিয়ে লেখা বিভিন্ন পত্রিকায় লেখা প্রতিবেদন আর সাকিবকে নিয়ে বিভিন্নজনের মন্তব্য। নতুন বলতে সাকিবের কাছের কিছু লোকজনের সাক্ষাৎকার। সাকিবের ক্রিকেটে আসার ইতিহাস, ওর লড়াকু মানসিকতা ইত্যাদি নিয়ে আরও জানতে চেয়েছিলাম।
ভালো লেগেছে, তবে আরও ভালো লাগানোর সুযোগ লেখকের ছিল। আশা করি ভবিষ্যতে লেখক সাকিবকে নিয়ে আরও বড় ক্যানভাসে কাজ করবেন, যেটা এ বইয়ে পাইনি। আর, দেবব্রত'র লেখা সব সময়ই উপভোগ্য, যদিও কিছুটা নাটুকেপনা থাকে লেখায়।
* সাকিবের ঠিক জীবনী না, তবে তাঁর আশেপাশের মানুষজন, যাদের সাথে তিনি মিশেছেন, তাদের সাক্ষাৎকার ভিত্তিক একটা বই।
* সাকিব সম্পর্কে মূল্যায়ন পাওয়া যাবে এই বইটাতে। কেন সে আলাদা? কিভাবে সে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়ে উঠলো, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইটাতে।
* বইটাতে যেমন সাকিবের পজিটিভ দিকগুলো উঠে এসেছে, তেমনি, নেতিবাচক দিকগুলো নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। সাধারণত এই ধরনের বইতে যেটা দেখা যায়, একপেশে আলোচনা, এই বইটাতে সেইটা অনুপস্থিত , এইটাই এই বইয়ের সবচাইতে প্লাস পয়েন্ট!
সংগ্রহে রাখার মত একটি বই। সাকিব আল হাসান সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পারলাম। তাছাড়া সাক্ষাৎকার পড়তে আমার বেশ ভাল লাগে। আর এই বইটির সিংহভাগই সাজানো হয়েছে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকার দিয়ে। তাই বেশ উপভোগ করেছি।
পড়ার আগে মনে রাখতে হবে, এই বই কোনোভাবেই সাকিবের জীবনী নয়। সাকিবের নিজের দৃষ্টিতে সাকিব, এবং আরো কিছু মানুষের চোখে সাকিবকে তুলে ধরাই এই বইয়ের উদ্দেশ্য।