কবি ভার্জিনিয়া দত্ত একদিন গভীর রাতে ফোন করে তরুণ অধ্যাপক স্বাক্ষর সেনকে। ভার্জিনিয়ার কবিতার মুগ্ধ পাঠক স্বাক্ষর। ক্রমে তারা ঘনিষ্ঠ হয়। শয্যায় যখন তারা প্রেম নিবেদন করছে, তখন পরদার আড়ালে দাঁড়িয়ে কে ফটো তোলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ? একদিন স্বাক্ষর সেন অতর্কিতে খুন হয়ে যায়। ... এরপর আর একজন তরুণ, অগ্নিবীণ ফোন পায় ভার্জিনিয়ার। কণ্ঠস্বরে প্রলোভনের ইঙ্গিত। অগ্নিবীণও ফাঁদে পা দেয়। ...
তদন্তে নেমে ইনসপেকটার রাজীব মিত্র জেনেছে, ভার্জিনিয়া একজন নিপাট ভদ্রমহিলা; কাব্যসাধনায় মগ্ন। তাহলে ভার্জিনিয়ার পরিচয় দিইয়ে কে ফোন করে ? কেন খুন ? কেন ব্ল্যাকমেলিং ? পারবে কি ইনসপেকটার রাজীব এই জটিল রহস্যের সমাধান করতে ?
An adult thriller, first was promising enough to build up the characters and later seem to boom as a serial killer genre. It would be good if it approached as such. A 3 star rating for the abrupt finishing.
গল্পটিতে দেখা যায়, এক অসহায় নারীকে যে নিজের প্রিয়তম স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার স্বামীর একটি অপারেশন করানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন যা জোগাড় করার জন্য নারীটি একটি চাকরি খুঁজছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে, নারীটি একটি মারাত্মক লোকের খপ্পরে পড়ে যায়, যে কি-না নারীটিকে টাকা জোগাড় করার জন্য অপরাধের পথ দেখিয়ে দেয়। আর নারীটিও নিজের প্রিয়তম স্বামীকে বাঁচানোর জন্য সেই পথেই হাঁটতে শুরু করে...
সত্যি বলতে গল্পটি খুবই ভালো বলতে পারছি না, মোটামুটি বলতে পারি । কারণ গল্পটিতে অভিজ্ঞ এক পুলিশ অফিসারকে দেখানো হয় যার জটিল থেকে জটিলতর কেস সমাধান করার জন্য পুলিশ মহলে তার খুব নামডাক। কিন্তু এই কেসটি সমাধান করার সময় অভিজ্ঞ এই পুলিশ অফিসারই দিয়েছে নির্বুদ্ধিতার পরিচয়। তারপর কেসটি সমাধানের জন্য পরামর্শ চেয়েছে একজন প্রবীণ প্রভাষকের কাছ থেকে। না, আমি এটা বলছি না যে পুলিশরা কেস সমাধানের জন্য কারও কাছে পরামর্শ চাইতে পারবে না কিন্তু এই অফিসার সেই প্রবীণ প্রভাসকের কাছ থেকে পরামর্শ চাওয়ার সময় যেসব প্রশ্ন করেছে তা কোনো অভিজ্ঞ অফিসার করতে পারে না বলেই আমার মনে হয়।
কিন্তু গল্পটি লেখার ধরন সত্যিই সুন্দর ছিল। লেখকের লেখার ধরন আমার খুবই ভালো লেগেছে।
তাছাড়া, গল্পটিও ভালো লাগতো যদি লেখক গল্পটি আরও সময় নিয়ে লিখতেন। গল্পটিতে অনেক জায়াগায় আমি অসামঞ্জ্য খুঁজে পেয়েছি। একটি জায়গার কথাতো উপরেই বললাম।
আর তোমার যদি যথেষ্ট সময় থাকে হাতে তাহলে গল্পটি পরে দেখতে পারো। হয়ত তোমার গল্পটি ভালোও লাগতে পারে।