ভালো লাগে নি।
পর পর তিনটা রোমান্টিক পড়লাম। প্রথম দুইটায় মুগ্ধ হয়েছিলাম। এটায় এসে হতাশ হলাম। কাহিনী বাস্তবতা বর্জিত লেগেছে। প্লটটাও ভালো ছিলো না।
সাদামাটা কাহিনী লেগেছে। তাছাড়া রোমান্টিক বইয়ে শুধু রোমান্সই ভাল্লাগে। ষড়যন্ত্র, খুন এসব চাইলে তো থ্রিলারই পড়া যায়। অবশ্য রোমান্টিক বই-য়ে যে এগুলো থাকে না, তা নয়। আমি আসলে পিওর রোমান্টিক বই খুজছিলাম। তাই আশাহত হয়েছি।