Institute of Epidemiology, Disease Control & Research (IEDCR) এ যখন আমি যোগ দিলাম, আমার প্রথম আস্তানা হলো তার লাইব্রেরি। আমার বসার ডেস্কের ব্যবস্থা করতে মোটামুটি এক সপ্তাহ লাগবে বলে আমাকে বলা হলো আপাততো লাইব্রেরিতে বসে কাজ করতে। লাইব্রেরি আমার পছন্দের জায়গা। পুরনো বইয়ের গন্ধও সুন্দর। লাইব্রেরিতে ঢুকেই আবিষ্কার করলাম এর লাইব্রেরিতে বেশিরভাগই নতুন বই। ডকুমেন্টেশন অফিসারের কাছে জানতে পারলাম এরা প্রতি বছর লাখ লাখ টাকার বই কিনে।
পুরো লাইব্রেরি ভর্তি রেফারেন্স বই- মেডিকেলের। অল্প কিছু বই আছে অন্যান্য গোত্রের। তবে এখানে উপধারা একাত্তর পাবো- এটা ভাবিনি।
মূলধারা একাত্তর যারা পড়েছেন তারা অল্প হতাশ হবেন। পুরো একটা বই হিসাবে প্রকাশ করার মতো কাহিনী এখানে নেই। মার্চ ও এপ্রিলে লেখকের স্মৃতিচারণ। তবে যে কারণে বইটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে- বইটির প্রথম ও শেষ অংশ। প্রথম অংশে ছয় দফা ও বঙ্গবন্ধুর জনপ্রিয়তার কারণে সৃষ্ঠ অচলায়তনের প্রেক্ষিতে আমাদের স্বাধীনতা সংগ্রামের পটভূমির ব্যাখ্যা- এক কথায় অসাধারণ। নিজের আকাশস্পর্শী জনপ্রিয়তার কারণে বঙ্গবন্ধুর তাঁর রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দীর মতো পূর্ব পাকিস্তানের সায়ত্ত্বশাসনের দাবীর সাথে আপস (লেখক আপসের জায়গায় ব্যবহার করেছেন- 'বিশ্বাসঘাতকতা' শব্দটি- যা প্রধানমন্ত্রী হওয়ার পর সোহরাওয়ার্দী করেছিলেন-যার প্রেক্ষিতে ৫৭ তে আওয়ামীলীগ (আচ্ছা, 'আওয়ামীলীগ' বানান 'আওয়ামিলিগ' হওয়া উচিত না?) ভেঙে দুই টুকরা হয়ে যায়) করা সম্ভব ছিলো না- এই কারণে ধীরে ধীরে বল গড়িয়েছে স্বাধীনতা সংগ্রামের দিকে- এর ব্যাখ্যাটুকু খুব চমৎকারভাবে দিয়েছেন লেখক। আর শেষ অংশে কিভাবে ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি রচিত হয়েছে- তার ইতিহাস বর্ণনা করা হয়েছে। শুধু এই দুই কারণে হলেও বইটা পড়া যায়। মাঝখানের অংশটুকু অনেকটা একঘেয়ে। পরিশিষ্ট হিসেবে প্রবাসী মন্ত্রীসভা গঠনের পর তাজউদ্দীন স্বাধীন বাংলা বেতারে যে ভাষণ দিয়েছিলেন, তা তুলে দেয়া হয়েছে। একান্ত ব্যক্তিগত মতামত- এই ভাষণ পাঠ্য বইয়ে অন্তর্ভূক্ত করা উচিত।
বইটি পড়তে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। পড়ে ফেলুন।