Jump to ratings and reviews
Rate this book

রুদ্ধশ্বাস সপ্তক

Rate this book
RUDDHASHWAS SAPTAK
Prosenjit Bandyopadhyay


গল্পের শেষে চকিত মোড় ঘোরানো --- যাকে বলে চমকান্ত, নাটকীয় পরিণতি, ইংরাজিতে কেউ কেউ বলেছেনwhip-crack end.
এটা এক সূক্ষ্ম শিল্প। একেবারে নিক্তি মেপে চমকের রসায়নটি মেশাতে হয় আখ্যানের কাঠামোতে। বড় মুন্সিয়ানার কাজ। যদি মাঝপথে ধরা পড়ে যান দুর্বল কথক, কিংবা যদি শেষ তুলির টানটি দিতে একটু মোটা আঁচড় লেগে যায় --- বিস্বাদরসে ভরে যায় পাঠকের জিভ।
সাতটি গল্পের এই সংকলন। অভাবিত অন্তিম চমক ছাড়াও আর একটিcommon elementআছে অনেকগুলি গল্পে--- অতিলৌকিককে এক থাপ্পড়ে ভেঙে দিয়ে লৌকিকতার মাটিতে আছড়ে ফেলা।
প্রতিটি কাহিনিই আনকোরা নতুন। প্লটের পুনরাবৃত্তি নেই কোথাও। ‘ননিগোপাল’ চরিত্রটি দু-দুবার এসেছে বটে, কিন্তু সম্পূর্ণ আলাদা পটভূমিকায়--- একবার গালুডি’র হাড়-হিম-করা ভূতুড়ে আবহে (‘ননিগোপালের ভয়’), অন্যবার এই কলকাতাতেই, এক চমকপ্রদco-incidenceএ ভরপুর সিরিওকমিক পরিস্থিতির মধ্যে (‘ননিগোপালের জুতো’)।‘হাতে রইল তিন’ গল্পে জ্যোতিষী কিঙ্কর রায়ের মর্মান্তিক ভবিষ্যবাণীর আসল রহস্য উদঘাটনের ধাক্কা আমাদের বোবা করে দেয়। ‘অ্যাটিনা’ গল্পে মৃত অ্যালসেশিয়ানকে ঘিরে শিরশিরে রহস্যজাল আমাদের লোম খাড়া করে। ‘মেঘবরণ’ আখ্যানে সমাপতন আর মোচড়ের বিস্ময়কে ছাপিয়ে যায় এক বিধুর হাহাকার। প্রেম-অপ্রেমের, আঘাত-প্রত্যাঘাতের সুতীব্র রসায়ন জটিল মনস্তাত্ত্বিক রূপ নিয়েছে সাঁতার-ক্লাসের প্রেক্ষিতে গড়ে ওঠা গল্প ‘জলযাপনের দিনগুলি’তে। সংকলনের সেরা গল্প ‘অতঃ সার শূন্য’তে সন্দেহপ্রবণ স্বামী ও সুন্দরী স্ত্রী’র সম্পর্কের এক অভাবনীয় টানাপড়েন ও চূড়ান্ত পরিণাম, ধাপে-ধাপে, পাঠকের উৎকন্ঠা নিয়ে খেলতে খেলতে উন্মোচিত হয়।অবিশ্বাস্যকে বিশ্বাস্য করে তোলার এই নমুনাটিwilling suspense of disbeliefএর শিখর ছুঁয়েছে।
প্রসেনজিতের পূর্ববর্তী গল্প-সংকলন (‘রস রহস্যের সাতকাহন’) ও এই বর্তমান গ্রন্থটি মিলিয়ে পড়লে সন্দেহ থাকে না যে, শক্তিমান এক গদ্যকার ইতোমধ্যেই নিজের পা দুটি সবলে প্রতিষ্ঠা করে ফেলেছেন বাংলা গল্পের ময়দানে। একটু বাড়াবাড়ি শোনালেও কথাটা বলা জরুরি যে, এঁর ঘরানাটি সত্যজিৎ-ঘরানার আত্মীয়।
--সৌরভ মুখোপাধ্যায়

সূচিপত্র –

অতঃসার শূন্য
হাতে রইল তিন
ননিগোপালের ভয়
জলযাপনের দিনগুলি
ননিগোপালের জুতো
মেঘবরণ
অ্যাটিনা

157 pages, Paperback

First published January 25, 2016

1 person is currently reading
22 people want to read

About the author

Prosenjit Bandyopadhyay

4 books19 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (25%)
4 stars
7 (35%)
3 stars
5 (25%)
2 stars
3 (15%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Riju Ganguly.
Author 24 books1,870 followers
February 21, 2016
গত দু'দিনে পড়ে উঠলাম প্রসেনজিৎ বন্দোপাধ্যায়-এর সাম্প্রতিক গল্প-সংকলন “রুদ্ধশ্বাস সপ্তক”| বইটি মাত্র ১৫৭ পাতার পেপারব্যাক| চমৎকার ছাপা, টাইপোর কলংকবর্জিত, এবং সুমন্ত গুহর পরিমিত অলংকরণে সমৃদ্ধ সাতটি গল্পের সংকলন এই বইটি যে আমার খুব-খুউব ভালো লেগেছে তা ওপরের রেটিং থেকেই স্পষ্ট হওয়া উচিত| কিন্তু শুধু এটুকু লিখে ভালোলাগাটা ঠিক বোঝানো যাবে না|

সাতটা গল্প ছাড়াও এই বইয়ে আছে এই সময়ের সেরা সাহিত্যিকদের অন্যতম, শ্রী সৌরভ মুখোপাধ্যায়-এর একটি ভূমিকা, যেটি নিয়ে আমি শুধু এটুকুই লিখব যে এমন অসাধারণ বইয়ের জন্যে ঠিক এমন একটি ভূমিকারই দরকার ছিল, যেটি পড়ার পর পাঠক বুঝবেন যে তিনি কী অমূল্য রতনের দ্যূতিতে আলোকিত হতে চলেছেন|

এবার আসি গল্পদের কথায়|

(১) অতঃ সার শূন্য: এই গল্পটি এক বিখ্যাত সাহিত্যপত্রে প্রকাশের পর নানাবিধ কাঁটাছেড়ার মধ্য দিয়ে গেছিল, তাই অধিকাংশ পাঠক গল্পটিকে হয়তো চট করে চিনে ফেলবেন| সেই সময় গল্পটি আমার পড়তে ভালো লাগেনি| ইন্টারেস্টিং ব্যাপার হল, কাল রাতে আবার গল্পটা পড়তে গিয়ে বুঝলাম যে লেখক গল্পটায় খুব সূক্ষ্ম কয়েকটা, আর একটা বিশাল পরিবর্তন এনেছেন| এতে লেখাটা বেশি যুক্তিযুক্ত তো হয়েইছে, সঙ্গে লেখার ‘রাফ এন্ড টাফ’ ভঙ্গিটা খুব মানানসই হয়ে উঠেছে| এর বেশি লিখছি না, শুধু এটুকুই বলার যে যদি গল্পটা আগে পড়ে না থাকেন তবে এই সংকলনের প্রথমেই এটি পড়বেন না| বরং অন্য ক’টা লেখা পড়ে নিজেকে তৈরি করে রাখুন এই ‘ট্রিট’-টির জন্যে|

(২) হাতে রইল তিন: প্রেম, বন্ধুত্ব, ঈর্ষা, আবেগ, যুক্তি, বুদ্ধি, হতাশা, লালসা, ক্রূরতা: এই সব ক’টি রঙের মিশেলে সেজে উঠেছে এই বইয়ের সবথেকে টানটান, ট্র্যাজিক, এবং প্যাশনেট এই গল্পটি| অন্য কোন লেখকের হাতে এই গল্প যা হতে পারত তা বোঝাতে আমরা চলতি বাংলায় ‘ছড়িয়ে লাট’ কথাটি ব্যবহার করি, কিন্তু লেখক জমিয়ে দিয়েছেন| শুধু শেষের পাতাগুলোয় পৌঁছবার আগে কয়েকটা অনুচ্ছেদ যদি বাদ দেওয়া যেত...|

(৩) ননিগোপালের ভয়: ভূতের গল্প পড়ে ভয় পেতে চাওয়া পাঠকের আত্মারাম খাঁচাছাড়া করার মতো এই গল্পটি শুধু এই সংকলনের নয়, সাম্প্রতিককালে প্রকাশিত সেরা ‘ভয়ের’ গল্প বলে পরিগণিত হতে পারে| গল্পের সবথেকে উল্লেখযোগ্য বিষয় কিন্তু এটাই যে এই গল্পটি কঠোরভাবে লৌকিক, এবং এর শেষে যে রহস্যটা রয়েছে সেটা সমাধান করার মতো প্রচুর ক্লু লেখক দিয়েই রেখেছিলেন পাঠকের জন্যে|

(৪) জলযাপনের দিনগুলি: এক সাঁতার-ক্লাবের পটভূমিতে প্রেম, ক্রোধ, আর ঈর্ষার এই ঝাঁঝালো গল্পটিও পেশ করেছেন লেখক তাঁর ট্রেডমার্ক তথ্যগত নিষ্ঠা, বর্ণনার বাস্তবিকতা, চূড়ান্ত সাবলীল ভাষা, আর টানটান করে রাখা গতি দিয়ে| বিধিবদ্ধ সতর্কীকরণ: গল্পটির সঙ্গে থাকা অলংকরণ দেখে কেউ যদি ভাবেন যে এটি একটি ‘মজার’ গল্প, তাহলে ভয়ংকর রকম ভুল করবেন|

(৫) ননিগোপালের জুতো: গতবছরের শারদীয়া টগবগ-এর তিনটি সেরা লেখার মধ্যে ছিল এই লেখাটি, যার ছত্রে-ছত্রে মিশে গেছে নিখুঁত বর্ণনা, নিপুণ ব্যঙ্গ, দুরন্ত গতি, আর শেষে আক্ষরিক অর্থে মুখ হাঁ করিয়ে দেওয়া চমক! একবার পড়ুন, বারবার পড়ুন|

(৬) মেঘবরণ: এই গল্পটা নিয়ে আমি যাই লিখি না কেন, গল্পটা পড়ার পর চুপ করে বসে থাকা আমার মনের অবস্থাটা কিছুতেই বোঝানো যাবে না| শুধু এটুকু লিখি: রাগ-বিরাগ-সংরাগ দিয়ে গড়া এই গল্পটা পড়ার পর আপনিও চুপ করে বসে থাকবেন| হয়তো মনে-মনে আপনিও ভিজবেন সেই বৃষ্টিতে, যা মনের অব্যক্ত দুঃখ আর অনুতাপদের অবশেষে বেরিয়ে আসার সুযোগ করে দেয় নিজের আড়ালে অশ্রুকণাদের লুকিয়ে রেখে|

(৭) অ্যাটিনা: অলৌকিকের আড়ালের লৌকিক সত্যিটা কীভাবে প্রকাশ করতে হয়, সে ব্যাপারে লেখকের এই গল্পটিকে ভবিষ্যতে টেক্সট হিসেবে ব্যবহার করা হলে আশ্চর্য হব না| তবে কুকুর লেখকের (এবং আমারও) বড়ো প্রিয়, তাই জানিয়ে রাখি, মানুষের শ্রেষ্ঠ বন্ধুদের নিয়ে লেখা লেখকের সেরা লেখাটি কিন্তু এই বইয়ে নেই| ‘শোধ’ নামের সেই গল্পটি “এপার বাংলা ওপার বাংলা”-য় সংকলিত, সম্ভব হলে খুঁজে নেবেন অবশ্যই|

তাহলে সব মিলিয়ে কী দাঁড়াল? দাঁড়াল এটাই যে প্রকাশকের অপেশাদারিত্ব আর পরিকল্পনার অভাবে যাঁরা বইমেলায় বিভা পাবলিকেশন-এর স্টলে গিয়েও বইটি পান নি, যাঁরা বইটি নিয়ে গত ক’দিনে ফেসবুক আর অন্যত্র হওয়া আলোচনার পরিপ্রেক্ষিতে দোলাচলে ভুগছেন যে বইটা পাঠযোগ্য কি না, আর যাঁরা বইটার কথা প্রথম শুনলেন, তাঁদের সবার উদ্দেশ্যে বিনীত আবেদন: ৯১-৯৪৩৪৩৪৩৪৪৬ বা ৯১-৯৭৪৯৭০১৯৮৮-য় ফোন করে প্রকাশকদের উত্যক্ত করে বের করুন বইটা কোথায় পাবেন, হোম-ডেলিভারি সম্ভব কি না, বইটা বিদেশে পাওয়া যাবে কি না, ইত্যাদি, এবং তারপর বিন্দুমাত্র দ্বিধা না করে বইটা কিনে ফেলুন|

বিশ্বাস করুন, কেন বইটা নিয়ে এমন হাউমাউ করছি সেটা বইটা পড়ার পরেই বুঝবেন, আর তারপর আপনিও অন্য কোন পাঠককে সন্ধান দেবেন এই ‘রুদ্ধশ্বাস সপ্তক’-এর| তাহলে আর দেরি কেন? ফোন করুন, ফোন করুন!

ইতিমধ্যে, সেলাম প্রসেনজিৎ!
Profile Image for Priyanka Haldar.
16 reviews10 followers
February 5, 2016
A great storyteller is back again with another amazing collection of seven short stories, named Ruddhoswash Saptak. Having previously read Rosh Rohosser Satkahan, I had huge expectations built up as I picked up the book. After turning a few pages, a pleasant suprise met my eyes. The preface has been graced by none other than the eminent author, Sourav Mukkhopadhyay, himself. Ruddhosash Saptak is a work of immense wit, thematically solid, suspenseful coupled with unexpected plot twists which lend an extra edge to the tales.The author has weaved the stories in such a way that everyone who stumbles upon this book will gain a huge oxytocin boost as the book draws towards its inevitable closure. The book is equipped with varied genres ranging from crime, mystery, romance, to even comedy. Some left me in tears, some literally had me on the edge of my bed, some made me dissolve into deep thoughts. I really loved the freshness of each story, how each story reflects the world around us, the world which is no longer jet black or white, where the "happily ever after" seems a facade and we are faced with the grim reality. I won't run into intricate details about what each story is about as I feel there's more fun in discovering that for oneself as the story unfolds. My personal favourite is "Joljaponer Dinguli". I also liked the concept and storytelling of "Atoh Saar Sunyo". The character of Nonigopal, who seem to have a penchant for running into trouble, has always been appealing to me. This book features two more of his encounters. Amidst all these, this book too packs rich imagery, wonderful narration, the right amount of detailing with plenty of comic relieves and lovely illustrations. I wonder why the illustration space of the last story was left blank. It made me remind of the workbooks of the good old childhood days, where some problems used to be left as an exercise. I must admit the stories of his earlier work, Rosh Rohosser Satkahan, fascinated me even more, as I am more into dark and sinister stuff (laughs). The author knows how to grab attention and retains it till the very end. Its the journey to the end that makes this such a worthwhile read.
Profile Image for Kaushik Roy.
27 reviews8 followers
September 8, 2020
সকালবেলার রাগ ভৈরবী, ভীমপলাশী বিকালের, বেহাগ সন্ধ্যেবেলার আর সরস্বতী রাতের রাগ। ছোটবেলা থেকে আমায় প্রশ্ন ছিল একটা সময়ে অন্য রাগ গাইলে কী তানসেন আমায় তানপুরা ছুঁড়ে মারবেন! সমস্যা কোথায়? পরের দিকে বিরাট না বুঝলেও এটুকু বুঝেছি দিনের আলাদা আলাদা সময়ে মানুষের মুড ও এনার্জি লেভেলের উপর নির্ভর করে এই রাগগুলো তৈরি হয়েছে। একটা সময়ে অন্য রাগ গাওয়া হলে যিনি গাইছেন তাঁরও মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে , যিনি শুনছেন তাঁরও। যাইহোক সঙ্গীতে আমি অ-সুর। তাই সে ব্যাপারে আর বেশি কথা না বলাই ভালো। মোদ্দা কথা যেটা বলতে চাইছি কিছু বই থাকে সেগুলোও বিশেষ বিশেষ সময়ে না পড়লে সেই বইয়ের মূল নির্যাসের হদিস পাওয়া যায় না।

'রুদ্ধশ্বাস সপ্তক' সেরকমই একটি বই। যদি আপনি এরকম একজন পাঠক হন যিনি হার্ডকোর প্লটনির্ভর থ্রিলারে আপনার পাঠক জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাহলে আমি বলব সেক্ষেত্রে এই বইটি না পড়াই ভালো। কারণ, গল্পগুলোতে কোথাও সেই অর্থে বিরাট কোনো তত্ত্ব, থিয়োরি, প্লট, পুরানো পুঁথি, হারানো ইতিহাস এসবের ছিঁটে ফোঁটা নেই।

যা আছে পিওর গল্প। একটু পিছিয়ে গেলে নয়ের দশকে যেরকম কোনো গভীর তত্ত্ব ছাড়াই সুঠাম গল্প লেখা হত, ঠিক সেরকম। তাই আর পাঁচটা বর্তমান সময়ের থ্রিলারের মতো খুব দ্রুত বই পড়ে শেষ করার তাড়া থাকলে এ বই ভালো নাও লাগতে পারে। কারণ এ বই ভালো তখনই লাগে যতক্ষণ পড়তে থাকা হয়। কিছু খুব সাধারণ চরিত্র যাদের আমরা আমাদের চারিদিকে প্রত্যেকদিন দেখছি, কথা বলছি, ঘুরছি ; গল্প হল তাদের নিয়ে। তাদের মধ্যে কোনো হিরোইজম বা লার্জার দেন লাইফ ছায়া নেই। তারা ভীষণই চেনা। গল্পগুলো পড়ার সময় কোনো না কোনো চেনা মুখ স্মৃতির পাতা থেকে ভেসে ওঠে। আর তারপরেই যখন সেই চেনা চরিত্রগুলো গল্পের শেষে কিছু অচেনা কাজ করে তখন অনেকক্ষেত্রেই হয়ত মেনে নিতে পারি না, মনে হতে থাকে, 'এরকম ও কী করে করতে পারে। ধুস যতসব গাল গল্প'। কিন্তু একজন পাঠকের চোখে দেখলে আবার সেগুলোই বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। আর লেখকের মুন্সিয়ানা বোধহয় সেখানেই যে তিনি আপনার চেনা চরিত্রগুলির প্রতি আপনার গভীর বিশ্বাসকে গুঁড়িয়ে দিচ্ছেন, আর অপানি অসহায় ভাবে বসে দেখছেন।

বইতে সব মিলিয়ে সাতটা গল্প আছে- 'অন্তঃসার শূন্য', 'হাতে রইল তিন', 'ননিগোপালের ভয়', 'জলযাপনের দিনগুলি', 'ননিগোপালের জুতো', 'মেঘবরণ' ও 'আটিনা'। অন্তঃসার শূন্য গল্পটি সত্যিই অন্তঃসার শূন্য!মানে আরকি পুরো গল্পে কিছুই হয়না, কিন্তু ঘটনা প্রবাহখানাই বেশ উপভোগ্য। 'হাতে রইল তিন' গল্পটা শুরু হয় বেশ ছাপোষা ভাবে কিন্তু শেষ পর্যন্ত যেটা হল তাতে আপনি চমকে উঠতে পারেন, নিজের প্রিয় বন্ধুকে অবিশ্বাস করতে শুরু করতে পারেন আবার প্রচন্ড বিরক্ত হতে পারেন। তৃতীয় ও শেষ গল্পটি গল্পটি আমার সত্যিই সেভাবে ভালো লাগেনি। বেশ দুর্বল লেগেছে এই দুটি গল্প। 'জলযাপনের দিনগুলি' কিছুটা প্রলম্বিত। মাঝে মাঝে একটু অধৈর্য হয়ে যেতে হয় বটে তবু যাঁরা কৈশোরকালে হঠাৎ করে প্রেমে পড়ে দিনের পর দিন মাসের পর মাস শুধু অপার মুগ্ধতা নিয়ে দূর থেকে তাকিয়ে 'তাকে' দেখে গেছেন; এ গল্পের মর্ম একমাত্র তাঁরাই বুঝবেন। বিশ্বাস করুন, আপনার জীবনে যদি এরকম কোনও গভীর অনুভূতি না থাকে তাহলে এ গল্পটা বেশ বিরক্তিকর হতে পারে।এই পুরো গল্পে লেখক কী অসাধারণ নৈপুণ্যে যে সমস্ত অনুভূতিকে ভাষায় প্রকাশ করেছেন সে একমাত্র তিনিই বুঝবেন যাঁর এই অনুভূতিগুলো জীবনে কখনও না কখনও হয়েছে। বইয়ের পঞ্চম ও ষষ্ঠ গল্পটি মোটামুটি লেগেছে।

শেষে বলি এই বইয়ের গল্পগুলো ভীষণ রকম চমকপ্রদ হয়তো নয়, কিন্তু এই বইটির অসাধারণ ব্যাপার হল ভাষা ও উপস্থাপনা। শাস্ত্রীয় রাগের প্রসঙ্গ উত্থাপন করে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি। এই বইটি পড়ে আপানি তখনই সম্পূর্ণ আনন্দলাভ করতে পারবেন যখন আপনার বুকসেলফে পাঁচটা নতুন থ্রিলার আপনার জন্য অপেক্ষা করছে না, পড়ে শেষ করার তাড়া নেই। আপনি যদি কোনো সফরে যাচ্ছেন , সঙ্গে একটি হালকা বই নিয়ে যেতে চান তাহলে এই বইটা আদর্শ। রাস্তা ঘাটে হাতে অনেকটাই সময় থাকে, বই পড়ে শেষ করতেই হবে এরূপ কোনো তাড়া থাকে না। তখনই হয়তো এই বইটি সব থেকে বেশি উপভোগ্য।
Profile Image for Tanmay Mondal.
1 review
Read
May 7, 2016
একটি অনবদ্য গল্প সংকলন। ননীগোপাল চরিত্রটি বাঙালী বহুদিন মনে রাখবে।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.