-বাড়িতে একবার খবর নিয়েছ? -বাড়িতে? কী ব্যাপারে বলুন তো? বাড়িতে খোঁজ নেব কেন? -অধৈর্য হয়ো না। বারিতে একবার খবর নাও। তোমার জোজো স্কুল থেকে ফিরেছে কি না একবার খবর নেবে না? - কে কথা বলছ? -যা বলছি তাই করো!... জোজো হকের ছোট্ট ছেলে। বাড়িতে খবর নিয়ে জানা গেল, জোজো স্কুল থেকে বাড়ি ফেরেনি। তদন্ত করার চার পরে সিনিয়ার ডিটেকটিভ অফিসার অবিনাশ রায়ের ওপর। জোজোকে কে কিডন্যাপ করে থাকতে পারে? সন্দেহজনক অনেকে। কিন্তু এক-এক করে জেরা করার পর অবিনাশ রায়ের মনে হয় এরা কেউওই দোষী নয়। তাহলে? এ প্রশ্নের সমাধান কিন্তু শুধু বুদ্ধির চাতুর্যে নয়। টেনশন আর ভয়ে অবিনাশ রায়ের গায়ের রোম খাড়া হয়ে ওঠে।
I have become a fan of Barun Chanda after reading this 2nd book of his. Though this book lacks the thill, it does have good suspense. No surprise in the plot, since the name suggests all.