বই রিভিউ
বই এর নামঃ শক ট্রিটমেন্ট
লেখকঃ জেমস হেডলি চেজ
অনুবাদকঃ সাঈম শামস
ধরনঃ রহস্য , রোমান্টিক , থ্রিলার
প্রকাশনীঃ রোদেলা
গায়ে লেখা মূল্যঃ ২০০ টাকা
২৫% ডিসকাউন্টেঃ ১৫০ টাকা
গুডরিডস রেটিংঃ ৩.৬৪/৫
আমার রেটিংঃ ৪/৫
অনুবাদ রেটিংঃ ৪.৫/৫
'কিং অফ থ্রিলার' জেমস হেডলি চেজের রহস্যোপন্যাস। কী নেই এতে? খুন-জখম, মোহনীয় নারী চরিত্রও, অর্থের প্রতি মানুষের আদিম লোভ, তুখোড় গোয়েন্দা, করিৎকর্মা উকিল!
টেরি রিগ্যান-একজন টিভি মেকানিক। বিয়ে থা করেননি। একলা মানুষ। টিভির কাজ করেই তাকে জীবিকা অর্জন করতে হয়।
সেই টিভি বিক্রির ধান্ধায়ই ... একদিন ডিলেনি সাহেবের বাসায় তার আগমন।
কিন্ত, মিসেস ডিলেনি, মানে, গিলডা ডিলেনিকে এক পলক দেখেই সে তৎক্ষণাৎ তার প্রেমে পরে যায়। টেরি রিগ্যান মেয়েটিকে কিভাবে বর্ণনা করেছিল, তা লেখক(পড়ুন অনুবাদক) এর জবানিতেই শুনে নেয়া যাকঃ
"গিলডা ডিলেনির সাথে আমার প্রথম দর্শনে এমন কিছু ছিল যেটা আমি কখনও ভুলতে চাই না। সে লম্বায় মাঝারি উচ্চতার চেয়ে একটু বেশি, গায়ের রঙ সোনালি, যেমনটা ���ূর্য ওঠার ঘন্টাখানিক পরে দেখা যায়। চুলগুলো পালিশ করা ব্রোঞ্জ রঙ এর, নেমে এসেছে কাঁধ পর্যন্ত। গভীর নীল বড় বড় চোখ। একজন পুরুষ যেমন নারী কামনা করে, সে ঠিক তেমনি। তাকে দেখে যে-কোনো পুরুষের ভেতরটা মুচড়ে উঠবেই। তার পড়নে ছিল লাল কাউবয় শার্ট আর নীল জিন্স। দুটোর সমন্বয়ে তাকে অসাধারণ লাগছিল। শরীরের অবয়ব ফুটে উঠছিল দারুণভাবে, ব্যাপারটা দেখার মত।"
যা হোক, টেরি এবং গিলডা এক সময় ঘনিষ্ঠ হয়। অন্তরঙ্গ সময়ও কাটায়। এবং স্বভাবতই, টেরি তার প্রতি ভীষণ ভাবে দুর্বল হয়ে পরে। কিন্ত গিলডা কিছুদিন পরেই নানান অজুহাত দেখিয়ে টেরির কাছ থেকে দূরে সরে যায়। গিলডাকে না পেয়ে টেরির তো পাগলপ্রায় অবস্থা। সে তাই গিলডাকে পাওয়ার জন্য ঠিক করে ডিলেনিকে খুন করবে। পরিকল্পনা হচ্ছে, টিভি সেটে সূক্ষ্ম কারিকুরি ফলিয়ে খুন কার্য সমাধা করা হবে।
যথা সময়ে খুন হল।
কিন্ত খুনটা কে করল? কীভাবে করল?
ডিলেনি কিভাবে মারা গেল সেটা বের করার জন্য তদন্তে নামলেন তুখোড় ইনভেস্টিগেটর ম্যাডক্স। প্রকৃত অপরাধীকে সে শাস্তি পাইয়েই ছাড়বে। এপর্যন্ত সে কোন কেস হারেনি।
লসন হান্টঃ করিৎকর্মা উকিল, ম্যাডক্সের চিরশত্রু। ভালো উকিল হওয়া সত্ত্বেও, এ পর্যন্ত তিনবার ম্যাডক্সের কাছে হেরে অপমানে অগ্নিশর্মা হয়ে আছে। ডিলেনির কেসে অপরাধী যেই হোক, অপরাধীকে বেকসুর খালাস করিয়ে ম্যাডক্সের মুখে ঝামা ঘসে দেয়ার কঠিন শপথ করেছে সে।
শুরু হয়ে গেল বুদ্ধিমত্তা ও কৌশলের এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ!
(সংক্ষেপে এই হচ্ছে কাহিনী ...)
অনুবাদ সম্পর্কেঃ অনুবাদক সাঈম শামসের এটিই প্রথম উপন্যাস অনুবাদ। অনুবাদ একদম ঝরঝরে। এক মুহূর্তের জন্যও মনে হবে না, অনুবাদ পড়ছেন।