Shuhan RizwanAuthor 7 books1,111 followersFollowFollowFebruary 19, 2016খুবই সাদামাটা ভঙ্গীতে বলা আত্মকথা। Life is not Ours নামক প্রতিবেদনটি ছাপাতে গিয়ে ইন্টিলেজেন্স ব্রাঞ্চ দ্বারা তার পরিচিত জনের নির্যাতিত হবার বিষয়টি কৌতূহলজনক। বইটি নিষিদ্ধ নয়, তবুও রাষ্ট্রযন্ত্র যে চাইলেই তার জন্যে বিব্রতকর কোনো প্রকাশনা আটতে দিতে পারে, সেটি জানা দরকার সবারই।