প্রথম দেখাতে ভেবেছিলাম, এটা বুঝি ভ্রমণকাহিনি। কিন্তু না, এটা আসলে লেখকের জাপানে বসবাসের গল্প—সেই দেশকে তিনি যেমন দেখেছেন, তেমনভাবেই তুলে ধরেছেন। তবে যা-তা তথ্য নয়, বরং জাপানের সংস্কৃতির সেই সূক্ষ্ম, গভীর দিকগুলো, যা কেবল একজন দীর্ঘদিনের অভিবাসীই ধরতে পারেন। পাশাপাশি, তিনি আমাদের দেখান দুই সংস্কৃতির ফারাক, কখনও বিস্ময়ের চোখে, কখনও হালকা মজার ছলে।
কিন্তু আসল আকর্ষণ? লেখার ভঙ্গি! এমন ঝরঝরে, এত সাবলীল যে পড়তে পড়তে সময় কেটে যায় নিমেষে। আর তার সঙ্গে গল্প বলার ভেতর যে মজার ছোঁয়া, সেটা পুরো বইটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। একদম হালকা, মজাদার, দ্রুত পড়ার জন্য একেবারে পারফেক্ট!