বেশী বড় না কাহিনীতে, চরিত্রে, সময়ে। উপন্যাসটার প্রোটাগোনিস্ট ক্যরেক্টার দুটো। সায়ন্ত আর কমলা। দুজন'ই দুই দিক থেকে সমান্তরাল হতাশা, জীবন নিয়ে দুশ্চিন্তায় ভোগে। বুডঢা ছিল আখতারুজ্জামান ইলিয়াসের ''রেইনকোট'' গল্পের নূরুল হুদার মত। আর কলমি ছিল পরিবার, সমাজ এর ঝঙ্ঞাট বিমুখ যে লেখাপড়া করেছে বটে তবে জ্ঞানের জন্য না, যেমনটা আমাদের দেশে প্রতিয়মান। কাহিনীর ক্যটালিস্ট ছিলেন বুডঢার বাবা। তবে শেষের অংশের উপখ্যানটাই ছিল পুরা কাহিনীর অর্ন্তনিহীত মেসেজ।