বিসর্গ- বাংলা ভাষায় ৪৯তম বর্ণ হলেও সৃষ্টি, জন্ম, উৎপত্তি, উদ্ভব হিসেবেও আভিধানিক অর্থ বহন করে। আমরা বইয়ের নামে শেষোক্ত অর্থগুলো ব্যবহার করেছি। গতবার সাহিত্যের পথে যে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রায় এই নতুন যাত্রীদের শামিল করে আমরা যেতে চাই বহুদূর। এই যাত্রাপথটা কারো সাহায্যে বা সহায়তায় নয়, বরং নিজ যোগ্যতায় পাড়ি দেয়ার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কারণ পাখিকে তো নিজ পালকের উপরেই ভর করে শুন্য আকাশে উড়তে হয়। নানা বর্ণ, গন্ধ আর স্বাদের ত্রিশটি গল্প নিয়ে আমাদের এই দ্বিতীয় প্রয়াস। আশা করি কিছুটা সময় সঙ্গ দেবে, কিছুটা স্মৃতি হবে, অনেকটা ভাল লাগা হবে। আপনাদের ভাল লাগা, ভালবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা।
জন্ম ২২শে ডিসেম্বর। সাইফাই ও ফ্যান্টাসি প্রিয়। বিভিন্ন গল্প সংকলন ও পত্রিকায় লেখালেখি ছাড়াও সম্পাদনা করেছেন কিছু সংকলন ও ম্যাগাজিন। শখের বশে টুকটাক অনুবাদ করে থাকেন। সেই সাথে একজন প্রকাশক, প্রফেশনাল প্রুফরিডার, এডিটর এবং বুককভার ডিজাইনার। প্রকাশিত বইসমূহ : পলাতক (২০১৮), এক পাতার গল্প (২০২৩), বিয়ে থা (২০২৪) প্রকাশিতব্য বইসমূহ: শবশিঙা: জিঘাংসা, সংক্রমণ ১.০
Sazal Chowdhury is a Bangladeshi author, editor, and translator with a keen interest in science fiction and fantasy. He began writing for literary magazines and anthologies, later expanding into editing curated collections and periodicals. His creative work often blends imagination with a sharp sense of narrative structure, while his translations bring lesser-known voices into new linguistic landscapes.
Alongside writing, Sazal is a publisher, professional proofreader, literature editor, and book cover designer.
Published Works: Palatak (Sci-fi, 2018), Ek Patar Golpo (Micro fiction, 2023), Biye Tha (Meta Fiction, 2024)