এই বই নিয়ে বেশী কিছু বলার নেই। আমাদের জীবন বদলে দিতে এই বইয়ের অবদান আমি মাথা পেতে স্বীকার করি। বিশেষ করে তারিক মেহান্নার (হাফিযাহুল্লাহ) আর্টিকেলগুলো। অস্রু ধরে রাখা কঠিন। সাদাসিদে চাঞ্চল্যহীন জীবনে এ যেন এক বারুদ স্বরূপ।
প্রবল বাতাসে শস্যডানা নুয়ে পরে বার বার তবুও মুলের দৃঢ়তায় মাথা তুলে দাঁড়ানো পুনরাবৃত্তি করে যায় সে, মুলকে বাতাস আন্দোলিত করতে পিছ পা হয়। বাতাস সরে গেলে আবারো সে মাথা তুলে স্থির হয়ে দাঁড়ায় অথচ সে প্রবল বাতাস কখনও প্রকাণ্ড বৃক্ষেরও মূলউৎপাটন করে দেয়। কিছু মুসলিমের জীবনে ঝড় বয়ে যায়, প্রবল বাতাস তাদের আন্দলিত করে কিন্তু তারা শস্যডানার ন্যায় ঈমানের দৃঢ়তায় দাঁড়িয়ে থাকে। তারা বিনাঅপরাধে কারাগারে নিক্ষেপিত হয়, অমানুষিক অত্যাচারিত হয় কিন্তু সত্যের বিপরীতে মিথ্যের, ভালোর সাথে মন্দের মিশ্রনের খেলা তাদের জীবনে স্থান পায়না। নষ্ট হয়ে যাওয়া পৃথিবীতে এখনও এমন মানুষ গুলো আমাদের জন্য শিক্ষা, আলোকবর্তিতা। এমন সরল মানুষগুলোর ভাবনা, সততার সামনে আমাদের আজকের ভাবনা যেন নুয়ে পরা আগাছার মত।
Narrative of a strong Iman doctor & detainee from inside of a USA prison!
An eye opener to the fact that while we are enjoying a free, easy,secured life a lot of reightous Muslims souls are suffering in different prisons around the world in jails! The true successors of prophet Yousuf (As)!
My prayer for all those Muslim detained, may Allah make it easy for them!
It’s unfortunate that the book is now and will be available in PDF form only!
অটো-পাইলটে চলা জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া শক্ত হৃদয়কে নাড়া দেয়ার মত এমন অসাধারণ বই খুব কমই বের হতে দেখা যায়। কেবল পাঁচটি তারা একে পুরোপুরি মুল্যায়ন করার জন্যে যথেষ্ঠ নয়।
যদি অন্যদের কথা কানে বাজে তবে কারাবন্দী ভাইদের কথা হৃদয়ে ধাক্কা দেয়। প্রাচীর এমন একটি বই যেই বইটি পড়ে আমার টনক নড়েছে, বিক্ষিপ্ততায় বিষন্ন জীবন সংবরন করতে শিখেছি, যত বার প্রাচীর বইটি পড়েছি ততবার হৃদয়ে প্রশান্তি অনুভব করেছি, যে প্রশান্তির অনুভূতি বিক্ষিপ্ত শব্দে ভাষায় সংকোচে প্রকাশ করা অসম্ভব। বলা চলে এতদিন বিষন্নতা নিয়ে হিমু হয়ে রূপা’তে বিভোর থাকতাম। ঠিক তখনি রূপার পরিবর্তে পেলাম “প্রাচীর” যে “প্রাচীর” ভেঙ্গে দিয়েছে হৃদয়ের সকল প্রার্থিব জীবনের প্রতি ভালোবাসা। একজন মুসলিমের হিদায়তের জন্য কুরআন’ই যথেষ্ট কিন্তু আমরা অনেকেই আছি কুরআন পড়ি কিন্তু আয়াতের অর্থ জানি না, আমিও সে-রকম একজন। প্রাচীর বইয়ের ভাষা আমি বুঝেছি তাই প্রাচীর বইয়ের প্রতি একটা অন্য রকম ভালোলাগা। আমাকে যদি বলা হয় আমার প্রিয় বই কোনটি আমি নিরদ্বিধায় প্রাচীর বইটির নাম বলবো। কেননা, আমি এই বইটি পরে রিভার্টস করেছি ফিরে এসেছি ইসলামে যদিও আমি একজন মুসলিম ছিলাম। এখন প্র্যাক্টিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি। (দোয়ার দরখাস্ত)