সাদা মনের মানুষ তৈরির জন্য বই পড়ানোর নানা উদ্যোগ দেখা যায় চারদিকে। কিন্তু আয়োজন-উদ্যোগের সাথে পাল্লা দিয়ে জাতির মন-মনন, চিন্তা-চেতনার জগৎটা যেন দিন দিন আরও কালোই হয়ে যাচ্ছে। কারণ সাদা-মনের-মানুষ তৈরির জন্য যে বিশাল সাহিত্য-ভান্ডার সৃষ্টি হয়েছে, সে সাহিত্য নিজেই এক অন্ধকার জগৎ। কেবল আনন্দ, কাতুকুতু আর সুড়সুড়ি। জীবনের শুরু এবং জীবনযাত্রার শেষ গন্তব্যকে ভুলিয়ে রাখাই যেন এসব সাহিত্য-সামগ্রীর উদ্দেশ্য।
মানুষ আজকাল টাইম 'পাস' কিংবা টাইম 'কিল' করার জন্য এসব পড়ে। রচয়িতাদের উদ্দেশ্য সফল। কিন্তু আপনার যে সময়টা তারা 'কিল' করলো তা কিন্তু জীবন এবং আপনার জীবন; অনেক মূল্যবান জীবন; পৃথিবীর এই জীবন কেবল একবারই পাওয়া যাবে। দ্বিতীয়বার নয়।
একটি বিখ্যাত কথা আছে ইংরেজিতে, “you are free to choose, but you are not free from the consequence of your choice. অর্থাৎ পছন্দের ক্ষেত্রে আপনি স্বাধীন হলেও পছন্দের ফলাফল মেনে নিতে আপনি বাধ্য।
অনেক তালা যেমন আছে অনেক চাবিও আছে তেমনি। আপনি কোন তালা খুলতে চান, কোন পথে যেতে চান, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কিন্তু সে পথ যেখানে গিয়ে মিশেছে, আপনি সেখানেই গিয়ে পৌঁছুবেন। পথ অনেক। স্পষ্ট নরকের পথ যেমন আছে; তেমনি আছে দেখতে স্বর্গের পথের মতো কিন্তু কার্যত নরকের অনেক মত-পথ। কেবল মাত্র একটি চাবি সঠিক তালার, একটি পথ ইসলামের, যার গন্তব্য আমাদের আদি নিবাস জান্নাত।
একটি আসলের যদি একটি নকল হতো তাও মানুষ বেঁচে যেত; কিন্তু একটি আসলের যখন অনেকগুলো নকল হয়ে যায়, তখন বিভ্রান্তিই হয়ে ওঠে সাধারণ চিত্র। সব নকলের ভিড়ে আসলটি, আসল পথটি, আসল চাবিটি বেছে নেওয়ার জন্য আমাদের এ বইটি কিছুটা সহায়ক হবে আশা করি, ইনশা আল্লাহ।
An impressive collection of essays written by various Muslims. Different Muslims bring into light different areas of discussions and gives new perspectives to think about. Some of the essays have a lot of wisdom to learn from. Wish more similar works would have been released.
অসাধারণ কিছু লেখার সংকলন। একজন মুসলিম হিসেবে আমাদের কি করণীয়, অথচ আমরা কি করছি তাঁর পার্থক্যটা লেখাগুলোয় সুস্পষ্ট হয়ে ধরা দেয়। অবশ্যপাঠ্য হিসেবে রিকমেন্ডেড বইটি।
2.4.2020 Thought-provoking. Most of the chapters are very insightful and (I believe) holds much relevance for our lives, if only we made an effort to know and to teach and to practice! This book did not disappoint for the most part. I hope we all can learn something valuable from this book and try applying them in our lives...