শেখ আবদুল হাকিম জন্ম ১৯৪৬, পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ৪ বছর বয়সে বাংলাদেশে আসেন। অসংখ্য গোয়েন্দা উপন্যাস লিখেছেন ও অনুবাদ করেছেন। কর্মজীবনের প্রায় পুরোটাই সেবা প্রকাশনীতে লেখালেখির কাজে ব্যয় করেছেন। মাসিক রহস্য পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন বহু বছর। নিজের রচনা আর অনুবাদ মিলিয়ে বইয়ের সংখ্যা কয়েক শ।
বই নেমঃ- পাচঁ ডলার সাত সেন্ট লেখকঃ- শেখ আবদুল হাকিম সিরিজঃ- জাকি আজাদ সিরিজ জনরাঃ- স্পাই থ্রিলার ১৯১৪ সালে হাডসন ব্রিজ ভেঙে পড়ে ডুবে যায় একটা ট্রেন ম্যানহাটন লিমিটেড, ছয়শো মিলিয়ন ডলার মূল্যের স্বর্ন মুদ্রা আর একশো যাত্রী নিয়ে। যাদের মধ্যে আছেন এক মার্কিন কূটনীতিক। সেই একই সময় সেন্ট লরেন্স নদীতে হাজার যাত্রী নিয়ে ডুবে যায় এক ক্রুজ শিপ, যাতে ছিলেন এক ব্রিটিশ কূটনীতিক। বর্ত্তমান সময় বুশ প্রশাসন ইরাকে তেল না পাওয়া নিয়ে যখন হা হুতাস করছে ঠিক তখন এক বাংলাদেশী তরুণ হাডসন বে এলাকায় তেল খুজে পায়। বুশ বন্ধু রাষ্ট্র কানাডাকে ঠকিয়ে সেই তেল হাতানোর পায়তারা করছে। এমনকি সে পুরো কানাডাকে মার্কিন অংশ বলে দাবি করতে চাইছে। তার জন্য চাই নর্থ আমেরিকান ট্রিটির একটা কপি। সেটাই খুঁজে বের করতে হবে জাকি আজাদকে। নইলে মৃত্যু নিশ্চিত। জাকি আজাদ, জেমস বন্ড, শারমিন শায়লা, নর্থ আমেরিকান ট্রিটি সব মিলিয়ে খারাপনা। রেটিং ৩/৫