যারা পরীক্ষায় ভালো নম্বর পায় না, যাদের ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করা হয় না, তাদের পরোক্ষভাবে গাধা, বলদ বা হাবলু হিসেবে সম্বোধন করা হয়। এসব হাবলু পড়ালেখার মাঠে, চাকরির হাটে কিংবা প্রেমের ঘাটে, অনেকটাই পিছিয়ে থাকে।
হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না। ক্লাস ফাঁকি দেওয়ার ফন্দি, শর্টকাটে পাস করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চেয়ে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনি, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরও পেছনে ফেলে দেয় তারা। সে জন্যই হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে, প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে।
ঝংকার মাহবুব. Studied in Department of Industrial and Production Engineering, BUET. Did Masters in Computer Science in North Dakota State University. Currently working as a web developer for Nielsen, Chicago.
প্রোগ্রামিং নিয়ে যারা কনফিউজড হয়ে আছে, শুরু করবো করবো বলে কিছুই শেখা হচ্ছে না, প্রোগ্রামিং এর স্বপ্ন দেখে নাকে তেল দিয়ে যারা ঘুমিয়ে যায়... তাদের জন্য বইটা বেশ ভালো।
প্রতিটা প্রোগ্রামিং ভাষায় কিছু সাধারন বিষয় থাকে, যেগুলো সম্পর্কে আইডিয়া সবার থাকা দরকার, সে ব্যক্তি প্রোগ্রামিং করুক আর না-ই করুক।
আর যারা প্রোগ্রামিং শিখতে গিয়ে কী দিয়ে শুরু করবে, কোন ল্যাংগুইজ আগে ধরবে, এসব নিয়ে চিন্তা করতে করতে সময় নষ্ট করতেছে, তাদের উচিত এই বেসিক বিষয়গুলো সম্পর্কে জানা। এতে পরাবর্তিতে যেকোনো প্রোগ্রামিং ল্যাংগুইজ শেখা ইজি হয়ে যাবে।
বইটাতে এরকম বেসিক জিনিসগুলো গল্পের ছলে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে বইটা ভালোই বলা চলে।
বর্তমানে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যখন কিনা প্রোগ্রামিং শিখাটা আমাদের সবার জন্য জরুরী। কিন্তু আমাদের মত অনেক হাবলুই প্রোগ্রামিং এর বিষয়বস্তু ঠিকমত বুঝতে পারে না। এই সকল হাবলুদের জন্য মজা করে করে লেখক চমৎকার এই বই খানা লিখেছেন। প্রোগ্রামিং এর ব্যাসিক জিনিসগুলো খুব সহজ করে ওনি বইটিতে বুঝিয়ে দিয়েছেন।
হাবলুদের জন্য প্রোগ্রামিং - প্রোগ্রামিং শিক্ষামূলক বই বইটি ঝংকার মাহবুবের লেখা সাধারণ মানুষদের প্রোগ্রামিং বোঝার জন্য একটি হাতিয়ার স্বরুপ। এখানে প্রোগ্রাম লেখার বেসিক আইডিয়াগুলা আলোচনা করা হয়েছে।একটি ছোট বাচ্চাও এই বই পড়ে বেসিক কন্সেপ্টগুলো ধরতে পারবে। এখানে variable,array,while and for loop,basic logics,function টপিকগুলো সুন্দর উদাহরন দিয়ে বোঝানো হয়েছে। বইটিকে সাহিত্যিক রসের একটি ভাণ্ডার বলা যেতে পারে।ছোট ছোট মজার মজার যুগোপযোগী হাস্যরসাত্মক ডায়ালগ এবং ঘটনা পাঠকদেরকে আনন্দ দিতে যথেষ্ট।যদিও বইটিতে প্রোগ্রামিং যা দেখানো হয়েছে তা একদমই বেসিক লেভেলের যেটা যতদূর মনে হয় টার্গেট অডিয়েন্স বাচ্চা কিংবা যার একদমই ধারণা নেই তাদের সুবাদেই।যাদের প্রোগ্রামিং নিয়ে ধারণা নেওয়ার একদম সহজ সাবলীল বই খুজছেন তাদের জন্য এই বইটি একটা ভাল সুযোগ হতে পারে। বাজারমূল্য বইয়ের গায়ে লেখা - ২৪০ টাকা Rating - ৪/১০★ 😊 (আমি তারকা দিতে খুবই কৃপণ)
As an undergraduate CSE student, starting with C as a programming language was a nightmare. I grew tired of learning programming solely for 'grades.' Then, I came across this book – a storybook, per se – which subconsciously taught me programming concepts through humor and jokes!
Both schoolchildren and struggling undergraduate students can benefit from this book due to its light reading style. I would recommend it as a starting point before moving on to more specific books, such as 'Computer Programming' by Tamim Shahriar Subeen.
হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না। ক্লাস ফাঁকি দেওয়ার ফন্দি, শর্টকাটে পাস করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চেয়ে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনি, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরও পেছনে ফেলে দেয় তারা। সে জন্যই হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে, প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিংয়ের মজা পেয়ে এগিয়ে যেতে পারে।
যারা প্রোগ্রামিল শুরু করতে চায় তাদের জন্য এটা একটা ভালো বই মনে হচ্ছে।এখানে আপনাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গোয়িজ শিখাবে না।গল্পের তলে তলে প্রোগ্রামিং এর মূল বেসিক কনসেপ্ট শিখাবে।পরে দিয়ে আপনে নিজেকে ভাবতে হবে আপনে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়িজ শিখতে চান।যারা একদম জিরু থেকে শিখতে চায় তাদের জন্য এটি একটি ভালো বই হবে। 😀😀😀
ফ্রেশার হোন বা গ্র্যাজুয়েট, বেসিক ধারণা না থাকলে এই বইটা পড়ে অনেক কিছু শিখতে পারেন। শুধু পড়লে হবে না, প্রোগ্রামিং করার চেষ্টা করতে হবে হাতে কলমে। বইয়েই এ বিষয়ে বিস্তর ধারণা দেওয়া আছে৷ কিন্তু ভয়নাই, বইটা অনেক মজার ছলেই লেখা আছে
আজ থেকে দশ বছর পরে মনে হয় ক্লাস ১-২ তে প্রোগ্রামিং পড়ানো শুরু হবে। আমি ডাক্তার হিসেবে বলছি। আগে ডাক্তার কি করত রোগীর নাড়ী দেখে ভাবতে ভাবতে বলত আচ্ছা কিছু মিকচার দিচ্ছি খান। সেখান থেকে এল টেস্ট, নানা ঔষধ। শুধু রোগী দেখলেই চলবে না-রিপোর্ট বুঝতে হবে, বুঝাতে হবে। আর সরকারী ডাক্তারদের একযোগ প্যারা। DHIS2, HRM, move in move out, video conference, telemedicine ইত্যাদি নানা কম্পিউটার ভারিক্কির ভারে জর্জরিত। এবারে বোধহয় বিসিএস নিয়োগের শর্তেও ছিল কম্পিউটার জ্ঞান আবশ্যক। যদিও কিছুদিন আগে করা কম্পিউটার ট্রেনিং এ দেখলাম সরকারী কর্মকর্তাদের এখনো সেই অন অফ, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে দিন শেষ। যুগের সাথে তাল মিলাতে, নিজেকে বাচানোর স্বার্থেই তাই প্রোগ্রামিং শিখতে বসা। বইয়ের ১১০-১১১ পেজের দেয়া প্রশ্ন দেখেই প্রথমে কিছুক্ষন মাথা চুলকালাম। মাথা থ মেরে আছে। দিনরাত মুখস্থ করে, ছকে ছক মিলিয়ে মাথাটা একদম গেছেত। যাই হোক ১০ মিনিট চিন্তা করে কুটকাট করে যখন রেজাল্ট বের হল সে আনন্দ প্রকাশ করার মত নয়। মাথা শার্প রাখার জন্যও তাই প্রোগ্রামিং দরকার। অনেক বড় বড় সমস্যা যে ছোট ছোট করে সুন্দর সমাধান করা যায়-তা প্রোগ্রামার ছাড়া আর কে পারবে। তবে শুনেছি তারা নাকি ঘরের বউয়েরই বেশিরভাগ বাগ দূর করতে পারেনা। যাই হোক শেষে এসে আবার deleted scene এ এসে আটকা পড়লাম। দৃশ্য ৪ মানের বড়াই। সিকুয়েন্স টা এখনো অবার্চীন আমার জন্য হয়ে রইল। দেখি কেউ বুঝাতে এগিয়ে আসে কিনা। আপাতত প্রোগ্রামিং এ হাবলু থেকে বলদে পরিনত হলাম আর কি।
A very basic introduction to programming. The book, in my opinion, does an excellent job exploring the very basic programming concepts using JavaScript. The author introduces "Rashed," a lazy yet creative character, and attempts to explain programming concepts by relating them to his daily life. When I began reading this book, I had prior programming experience. I'd probably recommend it to a complete beginner in the world of programming, though there are better (English) resources available out there
বইটা অস্থির। কিন্তু বিভিন্ন জায়গায় শুধু Girl Friend উল্লেখ করেছে। কেন Boy Friend হতে পারে না? বইটা কি শুধু ছেলেরাই পরবে? মেয়েরাও তো programmer হয়রে ভাই। আর কিছু না হলে partner লিখলেই তো হয়। 😛 Just kidding....দারুন একটা বই। Well done!