অদ্রীশ বর্ধন। গোয়েন্দা উপন্যাস। ইন্দ্রনাথ রুদ্র। এক রোমাঞ্চকর ত্র্যহস্পর্শ। দু-মলাটে বন্দি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রকে নিয়ে লেখা সেরা চারটি গোয়েন্দা উপন্যাস।
চারটি জটিল রহস্যের সমাধান করতে বুদ্ধির জাল ফেলেছে ইন্দ্রনাথ রুদ্র। ছিপছিপে চেহারা। টানা-টানা স্বপ্নালু চোখ। দেখে মনে হয় কবি। কিন্তু আসলে সে তুখোড় গোয়েন্দা। ভাবালু দৃষ্টি তার অষ্টপ্রহরের ছদ্মবেশ।
রোমহর্ষক এই চারটি গোয়েন্দা কাহিনিতে শিহরন লতায় পাতায়, উৎকণ্ঠা আনাচে কানাচে, রহস্য অলিতে গলিতে। সাহস যাদের কম, স্নায়ু যাদের দুর্বল, বিভীষিকা যাদের বুকে কাঁপুনি ধরায়—এই চারটি রহস্য-অ্যাডভেঞ্চার তাদের কাছে নিষিদ্ধ ।
জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩২ | কলকাতায় | একটি শিক্ষক পরিবারে ছোট থেকেই অজানার দিকে দুর্নিবার আকর্ষণ | অ্যাডভেঞ্চারের টান জীবনে, চাকরিতে, ব্যবসায়, সাহিত্যে | চোদ্দবার চাকরি বদল | নামী একটি প্রতিষ্ঠানের পারচেস-ম্যানেজার পদে ইস্তফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে | গোয়েন্দাকাহিনী দিয়ে লেখালেখির শুরু | ' রচনারীতি র দিক থেকে শরদিন্দু বন্দোপাধ্যায় এর উত্তরসুরী ' - অভিনন্দন জানিয়েছে একটি নামী সাপ্তাহিক | সেরা বিদেশী গোয়েন্দাকাহিনীকে পরিবেশন করেন বাংলায় | বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্রিয় জগৎ, অতিপ্রাকৃত, অনুবাদ - প্রায় সব ক্ষেত্রেই পেয়েছেন স্বীকৃতি | ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা 'আশ্চর্য'র ছদ্দনামী সম্পাদক | এবং সম্পাদনা করেন 'ফ্যান্টাস্টিক' | সত্যজিত রায়ের সভাপতিত্বে প্রথম 'সায়ান্স ফিকশন সিনে ক্লাব' এর প্রতিষ্ঠাতা সম্পাদক | পত্রিকা, রেডিও, ফিল্মক্লাবের মাধুঅমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন | একাধিক পুরস্কার | কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দু-বছর 'দক্ষিণীবার্তা'র শ্রেষ্ঠগল্প পুরস্কার | অনুবাদের ক্ষেত্রে 'সুধীন্দ্রনাথ রাহা'-পুরস্কার | ভালবাসেন: বই | গানবাজনা | দেশভ্রমণ
আজ থেকে চল্লিশ বছর আগে এগুলো লেখা হয়ে গেছিল বলে রক্ষে। এখন লিখলে আদৌ কেউ পড়ত কি না, তাই নিয়ে প্রভূত সংশয় আছে। তবু হাতের তারের টানে পড়ে যেতে হয়। বিশেষ করে "বনমানুষের হাড়" লেখাটি। সলিড উপন্যাস! সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে থাকা লেখা। বাকিগুলো... টাইমপাস।