বইটার জন্য বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম। তাই হাতে পেয়েই পড়ার লোভ সামলাতে পারলাম না। কবিতা আমি খুব কম পড়ি, অনেক কবিই এতো উচ্চমার্গীয় লেখা লিখেন যা আমার মতো নগন্য পাঠিকার বোধগম্যতার বাইরে। আমি মনে করি একজন কবি বা লেখকের লেখার সার্থকতা তখনই যখন তার লেখার মূল ভাব পাঠকেরা খুব সহজেই বুঝে নিতে পারে।'নিমিষেই নিষিদ্ধ তুমি' তেমনই একটা বই।বইটা পড়ার সময় বারবার ই মনে হচ্ছিলো যেন আমার অব্যক্ত কথাগুলোই কবিতায় উঠে এসেছে। এত সহজ সরল আর সাবলীল, ভাষার এতো নান্দনিক ব্যবহার আজকালকার তরুন লেখকদের মাঝে দেখা যায় না! কবিতার বই তো আর পাতার পর পাতা উলটে পড়া যায়না, সময় অসময়ে আলগোছে একটা পাতা খুলে কবিতা কে পেয়ে যেতে হয়।এই বই পাঠকের এই চাওয়া পাওয়াকে পরিতৃপ্ত করবে বলে আমার বিশ্বাস।বইয়ের প্রতিটা কবিতাই এতো অসাধারন যে এর প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ ও প্রতিটি অক্ষর পড়ার পর দীর্ঘসময় ধরে মন প্রান জুড়ে এর রেশ ছড়িয়ে থাকে। কবির জন্য অনেক অনেক শুভকামনা।