রাষ্ট্র কখন ধৃত হয়? ধৃত যে রাষ্ট্র, তাই কি ধৃতরাষ্ট্র বা ধৃত রাষ্ট্র? যে রাষ্ট্র অন্ধ, চোখে দেখতে পায় না আর দুঃশাসন যার সদা সঙ্গী ? মহাভারত নয়,১৯৯৫-২০১৪-এর ধৃত-রাষ্ট্র ; বাংলাদেশের তিন বালিকা ইয়াসমীন-পূর্ণিমা-ফেলানীর গল্পের পাশাপাশি এই গ্রন্থে আরো রয়েছে গ্রিক পুরাণের নারী যোদ্ধা পেন্থিসিলিয়া ও চট্টগ্রামে বিপ্লবের গেরিলা শহীত প্রতীলতার আখ্যান, উলিপুরের আমিনা বানু ও আলু খাওয়াতে দেশবাসীকে উদ্বুদ্ধকরণে জেনারেল, জাতকের বাসবদত্তা ও হলিউডের এ্যাঞ্জেলিনা জোলি, রানা প্লাজার দুর্ঘটনায় হাত-পা কর্তিত মেয়েরা। আছেন প্যারি কমিউনের বিপ্লবী গীতিকার ইউজিন পেতিয়ে যিনি সেকেন্ড কমিউনিস্ট ইন্টারন্যাশনালের লিরিকস লিখেছিলেন এবং জাগো জাগো জাগো সর্বহারা ; নামে যা অনুবাদ করেছেন কবি কাজি নজরুল ইসলাম। এই বইয়ে তাই আছেন কমরেড মোজাফফর আহমেদ, কবি কাজী নজরুল ইসলাম, কবির সুমন ও শাহবাগের গান। আছে লে শসোঁজ দ্যু রেভল্যুইশিও বা বিপ্লবের সুর, অগ্নিভ সুরের স্ফুলঙ্গকণা যা ইতিহাসের কালপর্ব জুড়ে বিস্তার লাভ করে। কঠোর বাস্তবের পাশাপাশি দক্ষিণ মেরু বা এ্যান্টার্কটিকার তুষার কুমারের সাথে রক্তবর্ণ পোশাক পরা রৌদ্রকণ্যার দেখা হবার রূপকথাও রচিত ঞয় লেখকের হাতে। পুরাণ থেকে আধুনিকতায়, অনাদিকার থেকে সমকাল স্বচ্ছন্দ বিচরণ করে ধৃত-রাষ্ট্রের বালিকারা ।
অদিতি ফান্ধুনীর জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৭৪। শৈশব কেটেছে যশাের, বরিশাল, রাঙামাটি, পাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে সম্মানসহ স্নাতকোত্তর। একাধিক সংবাদপত্রে, জাতীয় ও আন্তর্জাতিক কিছু উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কারসহ একাধিক পুরস্কার পেয়েছেন।