Prafulla Roy was a Bengali author, lived in West Bengal, India. He received Bankim Puraskar and Sahitya Akademi Award for his literary contribution in Bengali.
প্রফুল্ল রায়ের লেখা 'আঘাত' এর আগে পড়েছি। ২য় বই এটা। বাবাকে দিয়েছি কিন্তু আমিই আগে পড়ে নিয়েছি 🤭(এরম আগেও করেছি বই উপহার হিসেবে কিনে সেটা নিজে আগে আদ্যোপান্ত পড়ে নিই!) এ উপন্যাসের প্রেক্ষাপট ঊনিশশো এগারোর সেলুলার জেলের। সেখানে মেইনল্যান্ডের (তৎকালীন ইংরেজশাসিত অবিভক্ত ভারত) থেকে নিয়ে আসা ধর্ম বর্ণ নির্বিশেষে নানান ভয়ংকর আসামীদের এনে রাখা হতো। লখাই, ভিখন, সোনিয়া প্রমুখ মানুষের এই বন্দিযাপনের বিবরণ লেখক পূঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছেন। তাদের মনের অন্দরমহলে উঁকি মেরেছেন লেখক। এবং পরিশেষে বুঝিয়ে দিয়ে গেছেন -উপলব্ধিই আসলে জীবন। আদম রিপুর দ্বারা পরাভূত মানুষগুলো এই আটকাবস্থায় যেভাবে স্বপ্ন দেখে, রস সংগ্রহ করে জীবনের তা লেখার প্রতিটা লাইনে পরিস্ফূট। বিষয় নির্বাচনটা এত অভিনব না পড়লে বোঝা যাবেনা। যদিও একটা জিনিস আমার বিরক্তির উদ্রেক করেছে সেটা হল বারংবার একই লাইনের অবতারণা। মানছি আমরা যখন কিছু ভাবি নিজের মনে পুরনো কথা টেনে নিয়েই ভাবি এত সাজানো গোছানো হয়না সে ভাবনা। কিন্তু লেখার ক্ষেত্রে একই ভাবনাগুলোর পুনরাবৃত্তি করাটা লেখার সচলতাকে স্লথ করে দেয়। এটা লেখনশৈলীর কিঞ্চিৎ অপটুতাকেই মান্যতা দিয়ে থাকে ( এ মতামত নিতান্ত ভাবেই ব্যক্তিগত, এত বড় একজন লেখকের লেখনশৈলীর ব্যাপারে এহেন বলাটা আমার মত সামান্য পাঠিকার জন্য সাজেনা তাও হাল্কা সমালোচনা করেই ফেললাম একটু!)