রফিক আজাদ (English: Rafiq Azad) একজন বাংলাদেশি কবি, মুক্তিযোদ্ধা ও সম্পাদক। তিনি ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমীর মাসিক সাহিত্য পত্রিকা উত্তরাধিকার এর সম্পাদক ছিলেন। রোববার পত্রিকাতেও রফিক আজাদ নিজের নাম উহ্য রেখে সম্পাদনার কাজ করেছেন। তিনি টাঙ্গাইলের মওলানা মুহম্মদ আলী কলেজের বাংলার লেকচারার ছিলেন। রফিক আজাদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা৷ তিনি ১৯৭১ সালে কাদের সিদ্দিকীর সহকারী ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে- অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, প্রেমের কবিতাসমগ্র, বর্ষণে আনন্দে যাও মানূষের কাছে, বিরিশিরি পর্ব, রফিক আজাদ শ্রেষ্ঠকবিতা প্রভৃতি উল্লেখযোগ্য। তার পুরস্কার ও সম্মাননার মধ্যে- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৮১);হুমায়ুন কবির স্মৃতি (লেখক শিবির) পুরস্কার (১৯৭৭);আলাওল পুরস্কার (১৯৮১);কবিতালাপ পুরস্কার (১৯৭৯);ব্যাংক পুরস্কার (১৯৮২);সুহৃদ সাহিত্য পুরস্কার (১৯৮৯);কবি আহসান হাবীব পুরস্কার (১৯৯১);কবি হাসান হাফিজুর রহমান পুরস্কার (১৯৯৬);বিশিষ্ট মুক্তিযোদ্ধা সম্মাননা (১৯৯৭);একুশে পদক, (২০১৩) প্রভৃতি উল্লেখযোগ্য।