বাংলাদেশের সাম্প্রদায়িকতা, হিন্দুধর্মাবলম্বীদের নীরব দেশত্যাগ এবং কালকেউটের মতো বিষধর স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উথান কেন্দ্রিক সামাজিক ও রাজনৈতিক উপন্যাস। মৌয়াল বাওয়ালি জেলে কিষাণদের গ্রাম সুন্দরবনঘেঁষা গরানপুরের পটভূমিকায় রচিত শ্রমলব্ধ রচনা।
স্বকৃত নোমান (Swakrito Noman) ১৯৮০ সালের ৮ নভেম্বর ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বিলোনিয়ায় জন্মগ্রহণ করেন। জ্ঞানার্জন ও লেখালেখিকে জীবনের প্রধান কাজ বলে মনে করেন। স্বভাবে অন্তর্মুখী, আবেগপ্রবন, যুক্তিবাদী ও প্রকৃতিমনস্ক। প্রকাশিত উপন্যাসের মধ্যে রাজনটী, বেগানা, হীরকডানা, কালকেউটের সুখ, শেষ জাহাজের আদমেরা উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে নিশিরঙ্গিনী, বালিহাঁসের ডাক। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১১, ব্র্যাক ব্যাংক-সমকাল হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার ২০১৫, শ্রীপুর সাহিত্য পুরস্কার ২০১৫, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৬।
বইটা পড়েছিলাম দীপনপুরে বসে বসে। এটাই লেখকের লেখা প্রথম বই পড়া আমার। শব্দ আর বাক্যের প্রেমে পড়ে যাই উনার লেখা পড়লে। এই সময়ে খুব কম লেখককেই দেখেছি উনার মতো দারুণ শব্দের ব্যবহার করতে।
দারুণ একটা উপন্যাস। কিছু জায়গা একটু দুর্বল লাগলেও কাহিনী এগিয়ে চলেছে দারুণ ভাবে। চরিত্র গঠনে লেখক মুন্সিয়ানা দেখিয়েছেন। তবে প্রচুর চরিত্র সৃষ্টি করায় মাঝে মাঝে একটু খাবি খেয়েছি, কার সাথে কার কি সম্পর্ক মনে করতে কিছুটা ভাবতে হয়েছে।