ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আমার বুকের ভেতর। রক্ত চাই, রক্ত! সৈয়দ জামালকে কি খুন করব আমি? না! খুন করলে বেঁচে যাবে ও। তার নিষ্ঠুর মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে দগ্ধাতে হবে ওকে। তারপর খুন করব।
সৈয়দ জামালের সুন্দরী স্ত্রীর প্রেমিক হতে হবে আমাকে। প্রতিশোধ! প্রতিশোধ আমি নেবই।