মারিয়া এবং দীপ যখন ওদের জীবনের দুঃস্বপ্নকে হার মানানো কাহিনিটি বলছিল, বারবারই ভয় আর আতঙ্কে শিউরে উঠছিল। যখন বললাম ওদের এ বিভীষিকাময় অভিজ্ঞতা নিয়ে আমি মধ্যরাতের আতঙ্ক নামে একটি উপন্যাস লিখব, দু’জনেই মানা করেছিল। বলেছিল ওদের এ গল্প নাকি কেউ বিশ্বাস করবে না। কিন্তু আমি করেছি। কারণ আমি ভূত-প্রেত-ভ্যাম্পায়ারে বিশ্বাস করি বলেই এসব নিয়ে লেখালেখি করি। আমার গল্প আমি বললাম। এখন বিশ্বাস করা না করা আপনাদের অভিরুচি!
এরকম মোট ৫টি গল্প ও উপন্যাস/উপন্যাসিকা নিয়ে সঙ্কলনটি সাজানো হয়েছে।
১.আমি তোমাকে ভালোবাসব- সবসময় (অ্যাডোব জেমস এর I'll love you always অবলম্বনে) ২.বাড়ির চোখে ঘুম নেই ৩.বিকুর ৪.লণ্ড্রি মেশিন ৫.মধ্যরাতের আতঙ্ক (পূর্ণাঙ্গ উপন্যাস)
জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে | লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা ।
বইটিতে মোট পাঁচটি লেখা আছে। এদের মধ্যে চারটি ছোটোগল্প (আমি তোমাকে ভালোবাসব - সবসময়, বাড়ির চোখে ঘুম নেই, বিকুর, লন্ড্রি মেশিন) ভালো। উপন্যাসোপম বড়োগল্প 'মধ্যরাতের আতঙ্ক' একেবারেই বালখিল্য। সবমিলিয়ে একবার চেষ্টাচরিত্র করে পড়া যায় আর কি।
আমার কাছে বেশ ভালোই লেগেছে। প্রতিটা গল্পই ভিন্ন ভিন্ন স্বাদের। মধ্যরাতের আতঙ্ক বেশ বড় গল্প। যদিও ভ্যাম্পায়ারের গল্প এখন আর পড়তে ভালো লাগে না তবে এই মধ্যরাতের আতঙ্ক গল্পে ভ্যাম্পায়ারের গল্প বেশ উপভোগ্যই ছিলো।।
- আমি তোমাকে ভালবাসব- সবসময় (I'll Love You, Always - Adobe James) - বাড়ির চোখে ঘুম নেই (The House that didn’t Sleep - Henry Slesar) - বিকুর - লন্ড্রি মেশিন (The Mangler - Stephen King) - মধ্যরাতের আতঙ্ক