বইটা একেবারে প্রথম থেকে কম্বিনেটোরিক্স ও সম্ভাবনা শেখার জন্য খুবই ভাল। সব কিছু সহজ করে বলা হয়েছে। কঠিন কোন টপিকে তেমন কোন আলোচনা নেই। সুতরাং বলা যায় যারা কেবল শুরু করছে কম্বিনেটোরিক্স নিয়ে তাদের জন্যই সম্ভবত লেখা হইসে বইটা। কিন্তু যারা মধ্যম লেভেলে আছে বলা যায়, তারাও কিছু কিছু জিনিস শিখতে পারবে। ৪ স্টার দিতাম, কিন্তু কিছু খুঁত চোখে লেগেছে, যেমন অনেক ক্ল্যাসিকাল প্রব্লেমই ইংলিশ থেকে অনুবাদ করে বাংলা করার পর আর বুঝা সম্ভব ছিল না যে আসলে প্রবলেমে কি চাচ্ছে।