ডায়েরির পেছনে পড়ে থাকা এক অসমাপ্ত বৃত্ত, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পাগল আর বিটলসের টুকরো-টাকরা কিছু গানের মাঝে বিছিয়ে থাকে বোবো আর সমন্বয়ের গল্প। বোবো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে, পরে সেই ব্যাবসার কর্ণধার। আর সমন্বয়ের আছে ছোট্ট এক ব্যাবসা। সমন্বয় নানা সমস্যার সামনে দাঁড়ায়, সেটা কাটিয়ে ওঠার চেষ্টাও করে।এদিকে বোবোর প্রেমিকইক্কি যে-কোনওভাবে নিয়ন্ত্রণ করতে চায় বোবোকে। বোবোকি আদৌ তাকে ভালবাসে? একটা জমি ও তাকে ঘিরে সমস্যা ক্রমশ ঘিরে ধরে বোবোকে। বন্ধুর বিপদে তার পাশে দাঁড়াতে চায় সমন্বয়। সমন্বয়ের জীবনে আছে পারিবারিক শত্রুতা, কলেজে পড়া বোন, মনমরা বাবা, এমনকী কুসি বৌদির আহ্বান। বৃত্তকি সম্পূর্ণ হবে? দু’জন মানুষের আপাত বেঁচে-থাকার তলায় বয়ে-যাওয়া না-ভুলতে পারা প্রেম কি শেষ পর্যন্ত তাদের পৌঁছে দেবে স্বপ্নের জীবনে? স্বপ্ন আর বাস্তবের সীমানাকে প্রসারিত করে টিকে থাকে যে চিরন্তন ভালবাসার গল্প, স্মরণজিৎ চক্রবর্তীর ‘বৃত্ত’ উপন্যাসে তারই নিবিড় অন্বেষণ।
স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।
এক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর মেয়ে বোবো কলেজে থাকাকালীন এক নিম্ন মধ্যবিত্ত ছেলের সমন্বয়ের প্রেমে পড়ে ,স্বাভাবিকভাবেই পারিবারিক চাপে তাদের নিজেদের বৃত্তটা অসম্পূর্ণ থেকে যায়।
তারও প্রায় কিছু বছর পরে বাবার ব্যবসার হাল ধরে বোবো! অন্যদিকে অনেকটা পারিবারিক চাপেই ইক্কীর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সব থেকে বড় প্রশ্ন সম্পর্কটার মধ্যে কি আদৌ প্রেম ছিল? অন্যদিকে জীবন প্রতিনিয়ত যুদ্ধক্ষেত্রে দাঁড় করায় সমন্বয় কে একদিকে নিজের ব্যবসা দাঁড় করানোর লড়াই অন্যদিকে নিজের বাড়ির দায়িত্ব নেওয়ার লড়াই সবের মধ্যে পৃষ্ঠ হয়ে প্রায় মৃতপ্রায় হয়ে ওঠে সমন্বয় । নিজের ব্যবসার কাজেই হঠাৎ করে বোবো সমন্বয় এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে সামনা সামনি এসে পড়ে দুজনে। এদের বৃত্ত কি এই বার সম্পূর্ণ হবে নাকি আবারও সেটি অসম্পূর্ণ থেকে যাবে এই নিয়ে সম্পূর্ণ উপন্যাস।
এই গেল উপন্যাসের কথা এবার আসা যাক আমার কেমন লাগলো উপন্যাসটি পড়ে, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে আসি তারা সমন্বয়ের মতন মনে করি টাকাই হয়তো আমাদের সব সমস্যার মূল কারণ টাকা পেয়ে গেলে হয়তো আমাদের জীবনে কোন সমস্যাই থাকবে না, কিন্তু অন্যদিকে বোবো যার অগাধ পয়সা তারও জীবনে শান্তি নেই। এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ছেলে-মেয়েকে নিয়ে একটা মিষ্টি প্রেমের উপন্যাস।
Smaranjit Chakraborty's Britto (The Circle) is a compelling exploration of destiny and second chances. The novel focuses on two characters: Bobo, a powerful industrialist, and Som, an independent businessman, whose lives are connected by a deeply felt, yet unfinished past.
The central conflict revolves around whether they can complete the "broken circle" of their youthful love despite BoBo's controlling current relationship and the harsh demands of their professional lives. Chakraborty expertly uses the 'circle' metaphor to examine how old connections persist and seek completion. This is a highly recommended novel for readers of complex, emotionally persistent romance.
Emotional rollercoaster. The author's writing style is exquisite, painting vivid images with words and evoking a range of feelings. In the end, always, no matter what, I have a 'feel good vibe' from each story. It's the same for this one too.