যৌনজগৎ নিয়ে আলোআঁধারি মনোভাব সরিয়ে রেখে বিজ্ঞানভিত্তিক আলোচনা উঠে এসেছে এই বইটিতে। পুরুষ ও মহিলা যৌনকর্মী, শিশুকামীদের সম্পর্কে নানান আর্থ সামাজিক ও শারীরগত তথ্য আছে এই গবেষণা মূলক বইটিতে। পেশা হিসাবে যৌনকর্ম বেছে নেওয়া পুরুষদের পক্ষে খুব স্বাভাবিক না হলেও, সমকামীত্বের সূত্রে এই গিগোলো গোষ্ঠীর সূত্রপাত।