দূষণ
-মহাদেব সাহা
সবখানে এতো কথা, এতো বেশি কোলাহল হয়
কোথাও মৌনতা নেই, নেই কারো ধ্যানের সময়,
শব্দ কথা কোলাহলে ভরে গেছে মানুষের ঘর
কিন্তু আজ বড়ো বেশি ফাঁকা তার নিজের অন্তর;
সকলেই এতো জানে, সকলেই এতো বেশি বলে
ধ্বনি প্রতিধ্বনি এই আকাশ বাতাস নদীজলে,
কোনখানে নীরবতা নেই কোন শুধু কোলাহল
শব্দের তরঙ্গে দোলে পথঘাট পাহাড় জঙ্গল।
সবখানে এতো কথা, এতো শব্দ, এতো মুখরতা
বুঝিবা প্রলাপে আজ ঢেকে যায় প্রাণের শুদ্ধতা,
মনে হয় যেন পাগলাগারদে ছুটেছে সবাই
কারো কোনো ধ্যান নাই, নিদ্রা নাই, তন্ময়তা নাই,
সবখানে শুধু কথা, বাকযুদ্ধ, শব্দের দূষণ
ফিরে পেতে ইচ্ছে করে মৌন নদী, মৌন তপোবন।