ডজ, ওগালালা, শাইয়ান-এর উন্মাতাল দিনগুলোতে আইন রক্ষার দায়িত্ব পালন করেছে ভারেটে ল-ম্যান ডেভিড রসার। কিন্তু গ্রেট প্লেইন্সের তুলনায় সেগুলো যেন গোস্পদে জল। পশ্চিমের যত জুয়াড়ি, গানফাইটার আর তস্কর জমায়েত হয়েছে এখানে। গ্রেট প্লেইন্সের শান্তি রক্ষার দায়িত্ব বর্তেছে এবার রসারের ওপর। কিন্তু শহরের মালিকই হয়ে দাঁড়াল ওর প্রধান প্রতিপক্ষ।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।