হাসি-মজার পাশাপাশি রহস্য-রোমাঞ্চ স্বাদের কমিক্স সৃষ্টির বিষয়েও যে নারায়ণ দেবনাথ অদ্বিতীয় ছিলেন, তার সুস্পষ্ট উদাহরণ হল এই কমিক্স সংকলনটি।
চমৎকার আঁকা, দুর্দান্ত স্টোরিলাইন। সৃষ্টির এত বছর পরেও সমানভাবে উপভোগ্য। পাঁচটি কমিক্স-কাহিনির মধ্যে "সর্পরাজের দ্বীপে"-ই এই সংকলনের তরফ থেকে পাঠকদের উদ্দেশে শ্রেষ্ঠতম উপহার।
দুর্দান্ত অ্যাকশনের মাঝে ৮০ পৃষ্ঠার সংকলনটি চোখের নিমেষেই পড়া হয়ে গেল, এইটুকু ছাড়া আর কোনও অভিযোগই নেই করার মতো! ৮০ - ১৬০ - ২৪০ পৃষ্ঠা -- নারায়ণবাবুর কাজ যত পাওয়া যায়, ততই যেন কম। আরও চাই, আরও চাই!