প্রতাপশালী র্যাঞ্চার হেনরি কিং। বিশাল এলাকা নিজের দখলে রাখার হীন উদ্দেশে নির্মমভাবে উচ্ছেদ করছে অসহায় নেস্টরদের। এই অপকর্মের অংশ হিসাবেই তার ফোরম্যান দুর্ধর্ষ লেন নিময় বেন রাইকারের চোখের সামনে হত্যা করল ওর বাবা আর প্রিয় ভাইকে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল ওদের আবাস। কিন্তু প্রানে বেঁচে গেল বেন রাইকার। বুকে জ্বলে উঠল প্রতিশোধের অনল। অমানুষিক পরিশ্রমে নিজেকে যোগ্য করে গড়ে তুলল রাইকার। ফিরে এল তারপর। এবার পালা বদলের পালা।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।