ভয়াবহ বিপদ ঘনিয়ে এলো ইয়েলোহর্স শহরের ওপর। সন্তান হত্যার প্রতিশোধ নিতে আচমকা হাজির হয়েছে এক শাইয়্যান ইন্ডিয়ান। ক্রমাগত হামলা চালাচ্ছে সে, খুন হচ্ছে মানুষ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে ঘরবাড়ি। আতঙ্কে দিশাহারা হয়ে পড়লো শহরবাসী। রক্তমাংসের মানুষ নয় যেন লোকটা – চলমান অশরীরী – ফাঁদ পেতে তাকে ধরা যায় না, স্পর্শ করে না গুলিও। কিন্তু যে ভাবে হোক ঠেকাতে হবে লোকটাকে। দায়িত্ব পড়লো শেরিফ ডিন অ্যান্ডারসনের কাঁধে। ধূর্ত শাইয়্যানের বিরুদ্ধে কি করবে সে একা?
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
আফসার সাহেব বিড়াল এর কথা বুঝতে পারেন। সব বিড়াল এর পারেন না। তার বাসার একটি মা বিড়াল ও তার বাচ্চার কথা বুঝতে পারেন। এই রহস্য উদ্ধার করার দায়িত্ব পড়ে মিসির আলির উপর।