কাডওয়েলের মার্শাল হিসেবে শুরুটা ভালোই ছিল বিল কিংস্টনের। পুরো শহরের দায়িত্ব ওর উপর ছেড়ে দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল টাউনবোর্ড। কিন্তু হঠাৎ ছন্দপতন। মানবীয় দুর্বলতায় আক্রান্ত হলো স্বনামধন্য ল' অফিসার। স্খলনের ধারাবাহিকতায় দস্যু সর্দার রেন লুথারের ক্রীড়নকে পরিণত হলো।
তবে চূড়ান্ত বিচারে বিল কিংস্টন সে ধরনের লোক, যারা মুহূর্তে গা ঝাড়া দিয়ে উঠতে পারে চোরাবালি থেকে। তারপর দাঁড়িয়ে যায় মূল্যবোধের শক্ত ভূমিতে। তবে সে জন্যে দরকার হয় লিন আর্লি কিংবা সিলভি হাইকের মত কোন নারীর।
মাসুদ আনোয়ারের জন্ম ১ জানুয়ারি, ১৯৫৯ সালে (সন্দ্বীপ, চট্টগ্রাম)। বর্তমানে সাংবাদিকতার ও বার্তা বিভাগের অন্যান্য কাজের পাশাপাশি আমাদের জন্য লিখে যাচ্ছেন ওয়েস্টার্ন বই। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তার বই এর সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে বেশ আগে।