হ্যামিলনের মতই পুরো লন্ডন ভরে গেছে রাক্ষুসে ইঁদুরে। আঁতকে উঠলো সমগ্র লন্ডনবাসী, দেশটা বিরান হয়ে যাবে না তো! যত্রতত্র হামলা চালাচ্ছে ইঁদুরের দল, মারা যাচ্ছে শত শত মানুষ - নারী, পুরুষ, শিশু। কোনভাবেই পরাস্ত করা যাচ্ছে না ওদের। নিরাপত্তা নেই কোথাও! ভয়ে দিশেহারা হয়ে গেল সবাই -দলে দলে পালাতে শুরু করলো। জরুরি অবস্থা ঘোষণা করা হলো। দেশের এক নম্বর শত্রু - অজ্ঞাত প্রজাতির রাক্ষুসে ইঁদুরের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।