পিশাচ সঙ্গী: জঙ্গলের মানুষদের মধ্যে চালু আছে ভয়ংকর এক কিংবদন্তি। নিঃসঙ্গ শিয়ালের কিংবদন্তি। অবিশ্বাস্য এই কিংবদন্তিই একদিন সত্যি হয়ে দেখা দিল এন্ডারসন আর তাঁর সঙ্গীর জীবনে। নিশুতি রাতে, ভয়ংকর এক মানুষখেকো বাঘকে পথ দেখিয়ে তাঁদের কাছে নিয়ে এল নিঃসঙ্গ এক শিয়াল। তারপর...
পানপট্টির বেঁটে দানো: পানপট্টি আর তার আশেপাশের এলাকায় যমদূতের ভূমিকায় অবতীর্ণ হলো এক পাগলা হাতি। দলের সর্দার হাতি ধোলাই দিয়ে দল থেকে তাড়িয়ে দিয়েছে, এটা কি মানুষের দোষ! কিন্তু সে গায়ের ঝাল মিটাতে লাগল একটার পর একটা মানুষ মেরে।
কেশরওয়ালা বাঘ: সিংহের কেশর আছে শুনেছেন, কিন্তু বাঘের? আপনি তো দূরের কথা এন্ডারসনও শুনেননি। অশ্রুতপূর্ব সেই বাঘের খোঁজেই একদিন বেরিয়ে পড়লেন এন্ডারসন।
সেগুরের সেয়ানা বাঘ: সেগারের ধূর্ত মানুষখেকোটা মারতেই বা এত হিমশিম খাচ্ছেন কেন এন্ডারসনের মতো পাকা শিকারি?
'জঙ্গলে সাবধান' - বইটিতে মোট চারটি কাহিনী আছে। নিঃসঙ্গ শেয়াল আর তার সাথে পথ দেখিয়ে নিয়ে আসা মানুষখেকো বাঘের গল্প - 'পিশাচ সঙ্গী'। বাঘের হাতে মেয়ে হারানো গুঞ্জারের বাংলোর কেয়ারটেকারকে সাথে নিয়ে কাছে এক ঝর্ণার তীরে রাতে টোপ নিয়ে বসেন এন্ডারসন। চারদিকে পাতানো খাট চেয়ারের মাঝে বসে হাতে বানানো ডামি শিকার করতে আসা সেই বাঘকে খতম করেন তিনি। এছাড়া আরো দুটি লেখা আছে মানুষখেকো বাঘ নিয়ে। 'কেশরওয়ালা বাঘ' চোরদি-কামসির এক বাঘকে নিয়ে, যার মাথার দুপাশে সিংহের মত বড়বড় কেশর ছিল। প্রায় দুবছর চেষ্টার পর বাঘটা শিকার করেন কেনেথ। 'সেগুরের সেয়ানা বাঘ' এর কাহিনীও কাছাকাছি। দুটো গল্পেই আছে বাঘের মানুষ মারার বীভৎস ও করুণ কাহিনী। সাথে ভাল্লুকের রুটি, বন্যকুকুরের হিংস্রতা, লাম্বানি বাদাগা কেসারা লাম্বুগা ইত্যাদি নানা ট্রাইবের কথাও আছে। দলপতির হাতে ধোলাই খেয়ে জগৎসংসারের ওপর বীতশ্রদ্ধ এক হিংস্র পাগলা হাতির কথা আছে 'পানাপট্টির বেঁটে দানো' তে। রেটিং ৩.৫/৫।
কেনেথ এন্ডারসন তাঁর কাহিনীতে প্রায়ই বিভিন্ন সড়ক আর স্থানের কথা উল্লেখ করেন যাতে পাঠক কোথায় কী হচ্ছে ধরে ধরে আগাতে পারেন। এক্ষেত্রে ম্যাপ এঁকে পড়লে সবচেয়ে সুবিধা হয়। কাহিনী বোধগম্য হয়। আমি তাই খসড়া ম্যাপ এঁকে এঁকে পড়েছি। কোনদিকে কে আছে, কোনটার পর কোনটা হচ্ছে বুঝতে সুবিধা হয়েছে।