বইটিতে আছে মোট ১৫ টি গল্প। যার মধ্যে ৫,৬ টা গল্প আমার ভালো লেগেছে। বাকি গুলো মোটামুটি। লেখক এর লেখার ধরন খুব সহজ ভাষায় বলে আমার ওনার বই পড়তে ভালো লাগে।
আমি এর আগে ত্রিদিব বাবুর অনেক লেখা বই পড়েছি আর বলা বাহুল্য আমার ভালোও লেগেছিল। কিন্তু এ ক্ষেত্রে বিষয়টা একদম উল্টো।
কিছু কিছু গল্প আমার পড়ে মনে হয়েছে আসলেই ঘটেছে বাস্তবে, কিন্তু কিছু কিছু গল্প আমার *গল্পই* লেগেছে।
বইয়ের নাম যা দেওয়া হয়েছে তাতে করে অনেক গল্পই আমার মনে হয়েছে আদেও মৃত্যু কে তারা দেখেনি সামান্য দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে।
সে যাই হোক ব্যক্তিগত মতামত, তবে আমি এই বইটি পড়তে বারণ করছি না আপনাদের ভালো লাগলেও লাগতে পারে ।
ধন্যবাদ 🙏🏻🤍